1785 শূন্যপদে রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, যোগ্যতা মাধ্যমিক | RRC SE Railway Recruitment 2023

রেল বিভাগে নতুন করে কর্মী নিয়োগ (RRC SE Railway Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে যেসব প্রার্থী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আপনি কি রেল বিভাগে চাকরি করতে ইচ্ছুক। তবে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, নিচে আলোচনা করা হয়েছে।

RRC SE Railway Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: ভারতীয় রেল এর রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর তত্ত্বাবধানে দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway) এর তরফে নিয়োগ করা হবে।

পদ তথা ক্ষেত্রের নাম: প্রার্থীদের অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে। মূলত যেসব পদ তথা ক্ষেত্রে প্রার্থীদের নিযুক্ত করা হবে –

1. Fitter

2. Turner

3. Electrician

4. Welder (G&E)

5. Mechanic (Diesel)

6. Machinist

7. Painter (G)

8. Refrigerator & AC Mechanic ইত্যাদি

মোট শূন্যপদ: বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে। সেক্ষেত্রে সব মিলিয়ে 1785 টি শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: 15 থেকে 24 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া: মাধ্যমিক এবং আইটিআই এর নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে তার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংক ভিজিট করুন।

2. নিজের মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করুন।

3. নিজের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।

4. পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগামী 28/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।

Important Links
Official NotificationClick Here
Official WebsiteClick Here
Apply OnlineClick Here

Leave a comment