Post Office Double Money Scheme: অল্প পুঁজিতে গ্যারান্টি সহ টাকা দ্বিগুণ করার সুযোগ খুঁজছেন? পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম দিচ্ছে এমনই সুযোগ, যেখানে বিনিয়োগকারীরা সুরক্ষিত উপায়ে তাদের টাকা দ্বিগুণ করতে পারবেন। বাজারের অনিশ্চয়তার সময়ে এমন গ্যারান্টি রিটার্ন বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার আলো দেখাচ্ছে। সরকারের এই স্কিমে আপনি চাইলে মাত্র ₹1000 দিয়ে শুরু করতে পারবেন এবং নির্দিষ্ট সময় পর দ্বিগুণ টাকা পেয়ে যাবেন। কোনোরকম ঝুঁকি ছাড়াই নিশ্চিন্তে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চাইলে এই স্কিম হতে পারে আপনার জন্য সেরা সুযোগ। দেখে নিন বিস্তারিত শর্ত ও লাভের হিসাব।

বর্তমান সময়ে ব্যাংকের সুদের হার অনেকটাই কমে যাওয়ায় মানুষ নিশ্চিন্ত ও নিরাপদ বিনিয়োগের জন্য পোস্ট অফিসের স্কিমের দিকে ঝুঁকছেন। এর মধ্যেই পোস্ট অফিসের কিশান বিকাশ পত্র (KVP) স্কিম বিনিয়োগকারীদের জন্য দিচ্ছে সুরক্ষিত উপায়ে টাকা দ্বিগুণ করার সুযোগ, তাও আবার সরকারি গ্যারান্টি সহ।
কীভাবে দ্বিগুণ হবে টাকা?
পোস্ট অফিস কিশান বিকাশ পত্র স্কিমে বর্তমানে 7.5% সুদের হার দেওয়া হচ্ছে। এই স্কিমে বিনিয়োগ করলে মাত্র 115 মাসে অর্থাৎ 9 বছর 7 মাসে আপনার বিনিয়োগ দ্বিগুণ হয়ে যাবে। ধরুন আপনি ₹1,00,000 বিনিয়োগ করলেন, নির্দিষ্ট সময় শেষে আপনি ₹2,00,000 পেয়ে যাবেন।
কত টাকা দিয়ে শুরু করা যাবে?
এই স্কিমে মাত্র ₹1000 থেকে বিনিয়োগ শুরু করা যায়। এরপর 100 টাকার গুণিতকে আপনি বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারবেন। এর কোনো সর্বাধিক বিনিয়োগের সীমা নেই। ফলে ছোট সঞ্চয় থেকে শুরু করে বড় অঙ্কের বিনিয়োগ, উভয় ক্ষেত্রেই এটি হতে পারে সেরা সুরক্ষিত উপায়।
কারা বিনিয়োগ করতে পারবেন?
- 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
- অভিভাবক শিশুদের নামে KVP অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- একক ও যৌথ উভয় অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে।
কোথায় অ্যাকাউন্ট খোলা যাবে?
আপনার নিকটস্থ যে কোনো পোস্ট অফিস অথবা অনুমোদিত কিছু ব্যাংকে গিয়ে KVP অ্যাকাউন্ট খুলতে পারবেন। বর্তমানে পোস্ট অফিস থেকে ডিজিটাল ফর্মে প্রিন্ট করা সার্টিফিকেটও পাওয়া যাচ্ছে যা নিরাপদে সংরক্ষণ করা যায়।
ট্যাক্স সুবিধা:
KVP স্কিমে বিনিয়োগে কোনো ট্যাক্স ছাড় পাওয়া যায় না। তবে এখানে প্রাপ্ত সুদের উপর TDS কাটা হয় না, শুধুমাত্র ম্যাচিউরিটির সময় প্রাপ্ত সুদ আপনার বার্ষিক আয়ের সঙ্গে যুক্ত হয়ে কর নির্ধারিত হবে।
লোন সুবিধা:
কিশান বিকাশ পত্রে বিনিয়োগ করলে সেটিকে জামানত রেখে লোন নেওয়ার সুবিধা রয়েছে। ফলে হঠাৎ টাকার প্রয়োজন হলে আপনি স্কিমটি বন্ধ না করেই জরুরি অর্থের জন্য লোন নিতে পারবেন।
কেন বিনিয়োগ করবেন এই স্কিমে?
✅ গ্যারান্টি সহ দ্বিগুণ রিটার্ন
✅ সুদের হার ব্যাংকের থেকে বেশি
✅ বাজারের ওঠাপড়া এখানে প্রভাব ফেলবে না
✅ স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে বড় বিনিয়োগকারীরা সুরক্ষিতভাবে টাকা রাখতে পারবেন
✅ বাচ্চাদের ভবিষ্যতের পড়াশোনার জন্য সঞ্চয়ের সেরা উপায়
কীভাবে টাকা তুলবেন?
ম্যাচিউরিটির সময় অর্থাৎ 115 মাস পূর্ণ হলে আপনি টাকা তুলতে পারবেন। তবে জরুরি প্রয়োজনে কিছু শর্ত সাপেক্ষে 2.5 বছর পর টাকা তোলার সুযোগ রয়েছে। তবে পূর্ণ রিটার্ন পেতে সম্পূর্ণ মেয়াদ পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে।
অল্প পুঁজিতে নিরাপদে বিনিয়োগ করে টাকা দ্বিগুণ করতে চাইলে পোস্ট অফিসের কিশান বিকাশ পত্র স্কিম আপনার জন্য হতে পারে সেরা একটি বিকল্প। যাদের ঝুঁকি নিতে ভালো লাগে না, তাদের জন্য এটি ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত সঞ্চয়ের গ্যারান্টি। তাই আজই আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করে এই স্কিমে বিনিয়োগ শুরু করুন এবং ভবিষ্যতের আর্থিক সুরক্ষা নিশ্চিত করুন।