পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে অসংখ্য নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 41,000/- টাকা | WBPDCL Job Recruitment 2023

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ (WBPDCL Job Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী। আপনি কি একজন চাকরিপ্রার্থী? দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন? তবে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে অনায়াসেই আবেদন জানাতে পারবেন এখানে। মাসিক সুউচ্চ বেতন এর এমন দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনই জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।

WBPDCL Job Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তর তথা West Bengal Power Development Corporation Limited (WBPDCL) -এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।

পদের নাম: একই সঙ্গে মূলত 6 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,

1. Assistant Mines Manager

2. Welfare Officer

3. Surveyor

4. Overman

5. Junior Engineer (Mechanical)

6. Junior Engineer (Electrical)

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: 01/11/2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 55 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য। 

মাসিক বেতন: Assistant Mines Manager এবং Welfare Officer পদের ক্ষেত্রে মাসিক বেতন 63,000/- টাকা এবং বাকি পদগুলোর ক্ষেত্রে মাসিক বেতন 41,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের শর্ট লিস্টিং করে বাছাই করে নেওয়া হবে। তারপর যোগ্য প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

1. নিচে দেওয়া অনলাইন আবেদনের ডাইরেক্ট লিংক ভিজিট করুন।

2. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিন।

3. নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।

4. গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার ইত্যাদি আপলোড করে দিন।

5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের প্রিন্ট আউট কপি সঙ্গে রাখবেন।

আবেদনের সময়সীমা: আগামী 25 ডিসেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।

Important Links
Official NotificationClick Here
Official Website/ Apply OnlineClick Here

Leave a comment