ভাইরোলজি দপ্তরে উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ-সি ও অন্যান্য নিয়োগ, বেতন 35,400/- টাকা | NIV Recruitment 2023

ভাইরোলজি দপ্তরে জারি দপ্তরে জারি হয়েছে কর্মী নিয়োগ (NIV Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে গ্রুপ সি ও অন্যান্য ধরনের পদে নেওয়া হবে কর্মী। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির খোঁজে থেকে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশে এমন দুর্দান্ত নিয়োগে অংশগ্রহণ করতে চাইলে এখনি জেনে নিন এর বিস্তারিত বিবরণ, নিচে আলোচনা করা হয়েছে।

NIV Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: ICMR এর তত্ত্বাবধানে National Institute of Virology তথা ভাইরোলজি বিভাগে নেওয়া হবে কর্মী।

পদের নাম: NIV এর এই নিয়োগের মধ্য দিয়ে মূলত গ্রুপ সি ও বি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে।

1. টেকনিশিয়ান -I (গ্রুপ -C)

2. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ -B)

পদ – টেকনিশিয়ান -I

শিক্ষাগত যোগ্যতা: গ্রুপ সি লেভেলের এই পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: এখানে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে  28 (আঠাশ) বছর বয়সের মধ্যে।

মাসিক বেতন: কর্মীদের নিযুক্ত করার পর মাসে 19,900/- টাকা থেকে বেতন শুরু হবে।

পদ – টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা: গ্রুপ বি লেভেলের এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে বয়স হলেই আপনি আবেদন যোগ্য।

মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 35,400/- টাকা থেকে শুরু হচ্ছে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে দেওয়া নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

সবার শেষে যাবতীয় ডকুমেন্ট আপলোড করতে বললে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের প্রিন্ট আউট কপি সঙ্গে রাখুন।

আবেদনের সময়সীমা: আগামী 10/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।

Important Links
Official NotificationClick Here
Official WebsiteClick Here
Apply OnlineClick Here

Leave a comment