ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, বেতন 31,000/- টাকা | WB University Recruitment 2024

পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ (WB University Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেসব চাকরি প্রার্থী দীর্ঘদিন চাকরির খোঁজ করছেন এবং বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি। এখানে নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে।

WB University Recruitment 2024

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তথা ইউনিভার্সিটির তরফে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম: বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগের মধ্য দিয়ে জুনিয়র রিসার্চ ফেলো পরে নিয়োগ করা হবে।

মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে বেতনক্রম 31,000-43,400/- টাকার মধ্যে থাকবে।

আবেদন পদ্ধতি: আবেদন জানাতে পারবেন ইমেলের মাধ্যমে।

1. নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা CV বানিয়ে ফেলুন।

2. এখানে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিন।

3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করুন।

4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যুক্ত করে এগুলি সব ফটো কিংবা স্ক্যান করে নির্দিষ্ট ইমেল ঠিকানায় পাঠিয়ে দিন।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ

।প্রার্থীর বয়সসীমা: বয়সসীমা উল্লেখ করা হয়নি। প্রাপ্ত বয়স্ক হওয়ার পাশাপাশি উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী হলেই আবেদন যোগ্য।

নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া যাবে। যাচাই ও বাছাইয়ের পর কর্মী পদে হবে নিয়োগ।

আবেদনের সময়সীমা: আগামী 26 জানুয়ারি, 2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: আগামী 29 জানুয়ারি, 2024 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। স্থান – Department of Geology, Presidency University, Kolkata-700073

Important Links 
Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a comment