WB Teacher Recruitment 2021 | জারি হলো পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। আপনি যদি শিক্ষতার চাকরি করতে চান তাহলে খবরটি শুধু আপনার জন্য। সর্বমোট চার প্রকার পদে নেওয়া হবে শিক্ষক-শিক্ষিকা। নারী-পুরুষ নির্বিশেষে যে কেউ করতে পারেন চাকরির জন্য আবেদন। আবেদন করতে দিতে হবে না কোনো রকম আবেদন ফি। নিচে বিস্তারিত দেওয়া হলো-

Visva Bharati Teacher Recruitment 2021

নিয়োগকারী সংস্থাঃ পশ্চিমবঙ্গ রাজ্যের বিশ্ব ভারতীর পক্ষ থেকে করা হবে নিয়োগ। (SIKSHA SATRA, VISVA-BHARATI, SRINIKETAN)

পদের নামঃ মূলত শিক্ষক পদে করা হবে নিয়োগ।

শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতাঃ মোট 4 টি বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে। নিচে বিষয় অনুযায়ী শূন্যপদ এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেওয়া হলো- 

ENGLISH

শূন্যপদঃ 1 টি পদ।

শিক্ষাগত যোগ্যতাঃ 

  • ইংরেজি বিষয়ের ওপর মাস্টার ডিগ্রি 
  • B.Ed পাস করতে হবে
  • CTET কিংবা কোনো রাজ্য থেকে TET পাস 
  • বাংলা/ইংরেজি/হিন্দি বিষয়ে পড়ানোর দক্ষতা

GEOGRAPHY

শূন্যপদঃ 1 টি পদ।

শিক্ষাগত যোগ্যতাঃ 

  • ভূগোল বিষয়ের ওপর মাস্টার ডিগ্রি 
  • B.Ed পাস করতে হবে
  • CTET কিংবা কোনো রাজ্য থেকে TET পাস 
  • বাংলা/ইংরেজি/হিন্দি বিষয়ে পড়ানোর দক্ষতা
WEAVING

শূন্যপদঃ 1 টি পদ।

শিক্ষাগত যোগ্যতাঃ 
  • WEAVING বিষয়ে ৫ বছরের ডিপ্লোমা
  • অথবা, কোনো এক ক্ষেত্র থেকে BFA ডিগ্রি 
  • বাংলা/ইংরেজি/হিন্দি বিষয়ে দক্ষতা

RABINDRA SANGIT

শূন্যপদঃ 1 টি পদ।

শিক্ষাগত যোগ্যতাঃ 
  • 50% নম্বর সহ SENIOR SECONDRY বিষয়ে স্কুল সার্টিফিকেট
  • অথবা, রাবিন্দ্র সঙ্গীত বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি 50% নম্বর সহ ইন্টারমিডিয়েট পাস
  • বাংলা/ইংরেজি/হিন্দি বিষয়ে দক্ষতা
কম্পিউটার দক্ষতাঃ প্রতিটি বিষয়ে আবেদন করতে কম বেশি কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে হবে।

বেতনঃ মাসে 12000 টাকা। 

আবেদন প্রক্রিয়াঃ আবেদনকারীকে একটি সাদা A4 কাগজে নিজের যাবতীয় তথ্যাদি লিখে তা পাঠাতে হবে ই-মেল করে। এবং অফফিশিয়াল নোটিফিকেশনে যেগুলো ডকুমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে সেগুলো দিতে হবে।

ই-মেল ঠিকানাঃ siksha-satra@visva-bharati.ac.in 


আবেদনের সময়সীমাঃ আবেদন পাঠাতে হবে আগামী 14/12/2021 এর মধ্যে। 




OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE: VISIT HERE 





Leave a comment