পশ্চিমবঙ্গে PTTI কলেজে জারি হয়েছে কর্মী নিয়োগ (WB PTTI Recruitment 2024) এর বিজ্ঞপ্তি। একই সঙ্গে শিক্ষক ও লাইব্রেরিয়ান পদে হবে নিয়োগ। আপনারা যারা উচ্চ শিক্ষাগত যোগ্যতার অধিকারী এবং দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তারা এখানে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে আরো বিস্তারিত খুঁটিনাটি জেনে নিতে আমাদের সঙ্গে থাকুন।

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে জেলা লেভেলে Majhihira Ashram Primary Teachers’ Training Institute তথা PTTI কলেজে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: মোট চার ধরনের বিষয়ের ওপর নিয়োগ সম্পন্ন হবে। যথা,
1. অংক (Mathematics)
2. লাইব্রেরি (Library)
3. Physical Education
4. Visual and Performing Art
পদ/ক্ষেত্র – অংক (Mathematics)
শিক্ষাগত যোগ্যতা: অংকের ওপর স্নাতকোত্তর। সঙ্গে এডুকেশন এর ওপর M.Ed/ M.A. সম্পন্ন করে থাকতে হবে। দুই ক্ষেত্রেই 50% নম্বরের প্রয়োজন।
পদ/ক্ষেত্র – লাইব্রেরি (Library)
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি সায়েন্স এর ওপর স্নাতক পাশ করে থাকতে হবে।
পদ/ক্ষেত্র – Physical Education
শিক্ষাগত যোগ্যতা: Physical Education এর ওপর 50% নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ।
পদ/ক্ষেত্র – Visual and Performing Art
শিক্ষাগত যোগ্যতা: Fine Arts/ Music/ Dance/ Theatre এর ওপর 50% নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ।
আবেদন পদ্ধতি: অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী অনলাইন কিংবা অফলাইন যেকোনো ভাবেই আবেদন করতে পারবেন।
নিচে অনলাইনের মাধ্যমে আবেদনের বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে।
1. নিচে ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করলেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
2. লিংকে ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে, সেখানে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
3. এখানে দেবেন পদের নাম, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ইমেল, মোবাইল নম্বর, WhatsApp নম্বর এবং ঠিকানা ইত্যাদি তথ্য।
4. এরপর যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এক এক করে আপলোড করতে হবে। যথা,
- পাসপোর্ট সাইজের ফটো
- নিজের একটি সিগনেচার
- যাবতীয় তথ্য দিয়ে বানানো নিজের একটি Resume/CV
- নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
- কোনো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
5. এগুলি সব আপলোড শেষে নিচে Submit Application বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
আবেদনের সময়সীমা: বিজ্ঞপ্তি প্রকাশের 10 দিনের মধ্যেই আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া এখনও চলছে।
Important Links
Official Notification/ Apply Online | Click Here |
Official Website | Click Here |