সরকারি চাকরির খোঁজে থেকে থাকলে আপনি একদম সঠিক স্থানে এসেছেন। রাজ্যে সরকারি বিদ্যালয়ে নিয়োগ হিতে চলেছে বেশ কিছু শিক্ষক ও শিক্ষিকা। মূলত প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ (WB Teacher Recruitment 2022) করা হবে। আপনি পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হন না কেন, এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। রাজ্যের নারী পুরুষ নির্বিশেষে যেকেউ সমানভাবে এখানে আবেদনের যোগ্য। অফলাইন কিংবা অনলাইন দুই মাধ্যমেই অতি সহজেই আবেদন করতে পারবেন। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি সবিস্তারে আলোচনা করা হলো, দেখে নিন।
পদের নাম:
রাজ্যের সরকারি বিদ্যালয়ে উচ্চ প্রাথমিক (Upper Primary) এবং মাধ্যমিক স্তরে (Madhyamik) মূলত সহকারী শিক্ষক (Assistant Teacher) pose নিয়োগ করা হবে এখানে। বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে, অফিসিয়াল নোটিফিকেশন এ দেখে নিতে পারবেন।
শ্রেণী (Class):
উচ্চ প্রাথমিক স্তরে আপনি শিক্ষকতা করলে আপনাদের Class VI-VIII শ্রেণীর ছাত্র ছাত্রীদের পড়াতে হবে এবং মাধ্যমিক স্তরে Class IX-X শ্রেণীর ছাত্র ছাত্রীদের পড়াতে হবে। আপনারা আপনাদের সুবিধামত শ্রেণী নির্বাচন করে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:
প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। সেটিকে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করবেন। নিজের নাম, অভিভাবকের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা ঠিকানা ইত্যাদি দিয়ে পূরণ করতে হবে আবেদনপত্রটি। এরপর নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি জুড়ে দেবেন আবেদনপত্রের সঙ্গে। সবার শেষে এগুলি সব একটি খামার মধ্যে ভরে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায়।
শিক্ষাগত যোগ্যতা:
উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ (WB Upper Primary Teacher Recruitment 2022) এর ক্ষেত্রে আবেদন জানতে আপনাকে ন্যূনতম স্নাতক পাশ করে থাকতে হবে রাজ্যের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। সঙ্গে D.EL.ED কিংবা B.ED থাকলেই আপনি এখানে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
অন্যদিকে মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ (WB Madhyamik Teacher Recruitment 2022) এর ক্ষেত্রে আবেদন করতে চাইলে আপনাকে স্নাতক পাশের পাশাপশি B.ED করে থাকতে হবে।
বয়সসীমা:
এই শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যুনতম বয়স হতে হবে 20 বছর এবং এখানে সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
আবেদন করার সময় যেসব ডকুমেন্ট সঙ্গে রাখবেন-
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
3. উচ্চ মাধ্যমিক এর মার্কশিট ও সার্টিফিকেট
4. স্নাতক পাশের মার্কশিট ও সার্টিফিকেট
5. D.EL.ED পাশের মার্কশিট ও সার্টিফিকেট
6. B.ED পাশের মার্কশিট ও সার্টিফিকেট
7. ভোটার কিংবা আঁধার কার্ড
8. নিজের রঙিন পাসপোর্ট ফটো
9. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
10. ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
নিয়োগ প্রকিয়া:
অনেক টা রাজ্যের WB Primary TET ও WBSSC এর ধাঁচে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে শিক্ষক ও শিক্ষিকা পদে। সবার প্রথমে প্রার্থীদের আবেদন জমা পড়ার পর তাদের শর্ট লিস্টিং করে বাছাই করে নেওয়া হবে এবং ডাকা হবে লিখিত পরীক্ষার (Written Exam) জন্য। এখানে যারা সফল হবেন তাদের ডাকা হবে ইন্টারভিউ (Interview) তথা পার্সোনালিটি টেস্ট (Personality Test) এর জন্য। সেখানে সফল হলে প্রার্থীদের নিয়ে একটি মেরিট লিস্ট তৈরি করে তার ভিত্তিতে হবে নিয়োগ।
আবেদনের সময়সীমা:
শিক্ষক পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন আগেই 02/05/2022 তারিখের মধ্যে।
নিচে নিয়োগের আবেদনপত্র সঙ্গে নিয়োগ এর অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, দেখে নিতে পারেন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLICATION FORM: CLICK HERE 1/ CLICK HERE 2
OFFICIAL WEBSITE: CLICK HERE
আবেদন ও নিয়োগের সম্পর্কে মনে কোনো প্রশ্ন থাকলে কিংবা আরো কিছু জানার থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা ফেসবুক পেজ এর লিঙ্ক এ ক্লিক করে যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে।
TELEGRAM CHANNEL: JOIN HERE
FACEBOOK PAGE: JOIN HERE