পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। এই নিয়োগের মধ্য দিয়ে প্রধানত প্রাথমিক স্কুলে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের কথা বলা হয়েছে। রাজ্যে দের প্রাইমারি স্কুলে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন এবং শিক্ষকতা করতে ভালো বাসেন, তবে এই চাকরির জন্য অনায়াসে করতে পারেন আবেদন। রাজ্যের বাসিন্দা, পুরুষ কিংবা মহিলা যেকেউ সমানভাবে যোগ্য এই শিক্ষক – শিক্ষিকা পদে আবেদনের জন্য। কোনো প্রকার WBSSC কিংবা TET ছাড়াই সরাসরি শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে শিক্ষক নিয়োগ হবে।
কীভাবে আবেদন করবেন?
এই শিক্ষক ও শিক্ষিকা পদে আবেদনের জন্য আপনাকে নিম্নলিখিত ধাপ গুলো অনুসরণ করতে হবে –
1. সবার প্রথমে ভালো করে অফিসিয়াল নোটিফিকেশন টি পড়ে নিন। যার লিংক নিচে দেওয়া আছে।
2. আবেদন করতে হবে মূলত অফলাইন পদ্ধতির মাধ্যমে।
3. ভালো করে নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
4. প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো দিন আবেদনপত্রের সঙ্গে।
5. শেষে আবেদনপত্র পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়।
নিয়োগ প্রক্রিয়া:
কোনো রকম লিখিত পরীক্ষার কথা বলা হয়নি বিজ্ঞপ্তিতে নিয়োগের ক্ষেত্রে। প্রধানত শিক্ষাগত যোগ্যতা যাচাই করে শর্ট লিস্ট করে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগপত্র প্রদান করা হতে পারে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. সব রকম শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
3. ভোটার কিংবা আঁধার কার্ড
4. পাসপোর্ট রঙিন ফটো
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো
6. D.EL.ED সার্টিফিকেট যদি থাকে তো
শিক্ষাগত যোগ্যতা:
এই প্রাথমিক শিক্ষক পদে আবেদনে করতে গেলে আপনাকে 50% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। SC/ ST দের উচ্চমাধ্যমিক এ 45% নম্বর পেলেও চলবে।
প্রার্থীর বয়সসীমা:
প্রাথমিক শিক্ষক পদে আবেদনের জন্য আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 45 বছরের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরী প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হতে পারে।
আবেদনের সময়সীমা:
এই চাকরির জন্য অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট দিনের মধ্যে আপনাকে আবেদনপত্র জমা করতে হবে। আগামী 16/03/2022 তারিখের।মধ্যে আপনাকে আবেদনপত্র জমা করতে হবে।
এই শিক্ষক – শিক্ষিকা নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত ও বিশদে জানতে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন টি পড়ে নিতে পারেন। নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তি (Official Notification) এর লিংক দেওয়া হলো।
Official Notification: Click Here
Application Form: Click Here
Official Website: Click Here
More Job News: Click Here