পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য আজ একটি বিশাল বড় নিয়োগের সুখবর নিয়ে আসা হলো আমাদের খবর সম্প্রীতি ওয়েবসাইট এর পক্ষ থেকে। রাজ্যে এবার বিভিন্ন বিভাগের ওপর অসংখ্য শিক্ষক নিয়োগ করা হবে। মূলত প্রাইমারি ও মাধ্যমিক স্তরে করা হবে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ। কোনো রকম TET কিংবা WBSSC ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আপনি রাজ্যের বাসিন্দা হলে আবেদনের যোগ্য। নারী এবং পুরুষ নির্বিশেষে সবাই এই শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
নিচে বিভিন্ন পদ অনুযায়ী সবিস্তারে আলোচনা করা হচ্ছে।
পদের নাম: প্রাথমিক শিক্ষক (Primary Teacher)
শিক্ষাগত যোগ্যতা: আপনি এই পদের জন্য যদি আবেদন করতে চান তবে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং সঙ্গে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে D.EL.ED করে থাকতে হবে দু বছরের।
বয়সসীমা: 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন।
পদের নাম: মাধ্যমিক শিক্ষক (High School Teacher)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে 50% নম্বর সহকারে। সঙ্গে যেকোনো সরকার স্বীকৃত সংস্থা থেকে দু বছরের B.ED ডিগ্রি পাস করে থাকতে হবে।
বয়সসীমা: আপনি এই পদের জন্য আবেদন করতে চাইলে আপনার বয়স হয়ে হবে 24-40 বছর বয়সের মধ্যে।
নিয়োগের বিষয়: এখানে মূলত শরীর শিক্ষা বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে।
পদের নাম: Yoga Teacher
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস করার পাশাপাশি যেকোনো সরকার স্বীকৃত সংস্থা থেকে Yoga বিষয়ের ওপর বিশেষ কোর্স করা সার্টিফিকেট থাকা দরকার।
নিয়োগ প্রক্রিয়া:
যেকোনো পদের নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এর ওপর ভিত্তি করে এবং তাদের ইন্টারভিউ (Walk in Interview) এর মাধ্যমে পার্সোনালিটি টেস্ট এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
1.অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করার মধ্য দিয়ে আবেদন করতে পারবেন।
2. আবেদনপত্রটি নিজের হাতে বানিয়ে পূরণ করুন নিজের যাবতীয় তথ্য দিয়ে।
3. প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিন আবেদনপত্রের সঙ্গে।
4. নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্রটি পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে –
1. মাধ্যমিকের অ্যাডমিট
2. স্নাতক পাশের সার্টিফিকেট ও মার্কশিট
3. D.El.Ed পাশের সার্টিফিকেট
4. কিংবা B.Ed পাশের সার্টিফিকেট
5. ভোটার কিংবা আঁধার কার্ড
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা:
এই শিক্ষক শিক্ষিকা পদের জন্য আবেদন করতে পারবেন আগামী 06/03/2022 থেকে 10/03/2022 তারিখের মধ্যে।
Official Notification: Click Here
For More Govt Job: Click Here