47,000/- টাকা বেতনে রাজ্যে সেক্রেটারি পদে নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি | Secretary Recruitment 2023

সেক্রেটারি পদে কর্মী নিয়োগ (Secretary Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে National Company Law Tribunal (NCLT) এর তরফে বিভিন্ন রাজ্যে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে আপনিও চাইলে অতি সহজেই আবেদন জানাতে পারবেন। মাসিক উচ্চ বেতন এর এই চাকরির সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনই জেনে নিন এর বিস্তারিত বিবরণ।

Secretary Recruitment 2023

পদের নাম: NCLT এর এই নিয়োগের মধ্য দিয়ে প্রাইভেট সেক্রেটারি পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: পদ সম্পর্কিত বিষয়ে বিশেষ যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।

প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।

মাসিক বেতন: মাসিক বেতন সুউচ্চ। সেক্ষেত্রে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 47,600/- টাকা থেকে শুরু হচ্ছে।

আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত আবেদন পদ্ধতি নিম্নরূপ।

1. সেক্ষেত্রে নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করুন।

2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলুন।

3. পদের নাম, নিজের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি, ঠিকানা,  শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।

4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করুন ফর্মের মধ্যে।

5. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী 20 ডিসেম্বর, 2023 তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। 

নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন, সেখানেই নিয়োগের আবেদনপত্র এবং আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।

Important Links
Official Notification/ Application FormClick Here
Official WebsiteClick Here

Leave a comment