Primary TET Result | প্রকাশ পেলো টেট উত্তীর্ণদের তালিকা, আগামী সাত দিনের মধ্যে নিয়োগ প্রাথমিক শিক্ষক পদে

রাজ্যের PRIMARY TET উত্তীর্ণ প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। নানান টানাপোড়েনের পর রাজ্যে প্রকাশ করা হলো টেটের রেজাল্ট (PRIMARY TET RESULT 2014)। আজ কলকাতা হাই কোর্ট থেকে প্রকাশ পাওয়া এক রায় অনুযায়ী মোট 738 জন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) এবং আগামী সাত দিনের মধ্যে এদের হাতে নিয়োগ পত্র দেওয়া হবে এমনটাই জানা গিয়েছে।

WB Primary TET Result

উল্লেখ্য ২০১৪ সালে যে প্রাইমারি টেট (WB Primary TET 2014) আয়োজিত হয়েছিলো তাতে বেশ কয়েকটি প্রশ্ন ভুল ছিলো। এর ফলে কিছু নম্বরের জন্য ফেল করে অনেক চাকরি প্রার্থী। তাদের দাবি এটাই যে প্রশ্ন ঠিক থাকলে তারা পাস করে যেত। যাইহোক এর ফলেই কিছু অকৃতকার্য চাকরি প্রার্থীরা শরণাপন্ন হন কলকাতা উচ্চ আদালতের (Kolkata High Court)। এবং তারা হাইকোর্টে একটি মামালা দায়ের করেন পরীক্ষায় প্রশ্নপত্র ভুল থাকার কারনে। সুদীর্ঘ সাত বছর পার করে এদিন এই মামলার রায় দেয় হাইকোর্ট এবং প্রকাশ করে এক তালিকা। 


পশ্চিমবঙ্গ পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের মতে 738 জনের যে তালিকা প্রকাশ পেলো তাদের আগামী এক সপ্তাহের মধ্যে অতি শীঘ্রই নিয়োগ করা হবে। এর আগেও যদিও প্রকাশ করা হয়েছিলো 400 জন উত্তীর্ণের তালিকা। তবে এখানে বারবার একটাই প্রশ্ন উঠে আসে যে কেনো এতো দেরি করে প্রকাশ করা হলো তালিকা? এর উত্তরে মানিকবাবু তথা পর্ষদের একটাই কথ ছিল যে প্রচুর আইনি জটিলতা ছিলো যা কাঁটিয়ে উঠতে সময় লেগেছে তাদের। 

আরেক দিকে ঝুলে রয়েছে 2017 সালের প্রাথমিক টেট এর ফলাফল (WB Primary TET Result 2017)। এদিকেও বারংবার চাকরি প্রার্থীদের ক্ষোভের সম্মুখীন হতে হয়েছে পর্ষদকে। 2017 এর টেট পরীক্ষা আয়োজিত হয় দীর্ঘ 4 বছর পর 2021 সালে। প্রথমবার পরীক্ষার পর এবার রেজাল্টে অনীহা প্রাথমিক শিক্ষা পর্ষদের। পরীক্ষা হয়েছে দীর্ঘ 11 মাস হয়ে গেলো এখনও কোন খবর নেই Result এর। যাইহোক এ প্রসঙ্গে WBBPE এর সভাপতি মানিক ভট্টাচার্য বলেছেন যে রেজাল্ট দুর্নীতিমুক্ত রাখতে তা ভালো ভাবে সময় নিয়ে প্রকাশ করতেই একটু দেরি হচ্ছে। তবে বিশেষ সূত্র মারফত পাওয়া এক খবর অনুযায়ী খুব সম্ভবত 2022 সালের ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে প্রকাশ পেতে পারে TET 2017 এর রেজাল্ট।


Official Website:  http://www.wbbpe.org/ 
West Bengal Job News: Click Here

এরকম আরও নানান খবর ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন: Telegram Channel 

Leave a comment