Primary TET 2022: রাজ্যে ফের প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত

খুব বড় সুখবর পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। রাজ্যের ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ (WB Primary Teacher Recruitment 2022) এর বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। রাজ্যের আবার বেশ কিছু প্রাইমারি শিক্ষক পদে নিয়োগ শুরু হওয়ার পথে। আপনি যদি সরকারি চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং শিক্ষকতার চাকরিতে আগ্রহী হয়ে থাকেন তবে খবরটি বিস্তারিত পড়ুন। বিশেষ করে যারা রাজ্যের প্রাইমারি টেট পরীক্ষার্থী অর্থাৎ যারা Primary TET দিয়েছেন বা দেবেন তাদের জন্য একটি বিরাট খবর প্রকাশ পেলো।

WB Primary TET

উল্লেখ্য রাজ্যে Primary TET 2017 এর পরীক্ষা হওয়ার পর তার রেজাল্ট দীর্ঘ দিন পর রাজ্যে প্রকাশিত হলেও এখনও নিয়োগ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি প্রাইমারি পর্ষদ (WBBPE) এর পক্ষ থেকে। রাজ্যে প্রচুর পরিমাণে শিক্ষক শূন্যপদ পড়ে আছে শুধু এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকার এর পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রীর দ্বারা। 
অন্যদিকে Primary TET 2014 এর নিয়োগ এখনও চলছে রাজ্যে। 2014 এর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের অনেকেরই চাকরি হয়ে গিয়েছে। বেশ কয়েকদিনের মধ্যে নিয়োগ করা হয় তাদের আন্দোলন দেখে। মোটামুটি 16500 শূন্যপদে WBBPE সভাপতি মানিক ভট্টাচার্য তাদের নিয়োগের কথা বলেন। এর মধ্যে অনেক শূন্যপদে নিয়োগ হওয়ার পরেও সন্তুষ্ট হতে পারেননি টেট পাশ প্রার্থীরা। তারা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিক্ষোভ দেখাতে শুরু করে। 
2014 সালের প্রাইমারি টেট পাশ কিছু প্রার্থীরা আবেদন করার সময় Para Teacher ও রিজার্ভ ক্যাটাগরী বিভাগে আবেদন করেছিলেন। তাদের নিয়োগ এখনো হয়নি। স্ক্রুটিনি তথা ভেরিফিকেশন এর সময় তারা পর্যাপ্ত ডকুমেন্ট দেখাতে পারেনি বলেই মূলত আটকে রয়েছে তাদের নিয়োগ। WBBPE এর পক্ষ থেকে ইদানিং যে 16500 শূন্যপদে প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই শূন্যপদে ছিল তারা। কিন্তু করা হয়নি এখনও নিয়োগ। তাদের আবার সুযোগ দেওয়া হবে পর্ষদের পক্ষ থেকে এবং তাদের আগের ক্যাটাগরী থেকে বাদ দিয়ে তাদের নিয়ে নতুন করে প্যানেল বের করেই নিয়োগের কথা চলছে।
পর্ষদ (WBBPE) এর পক্ষ থেকে দাবি, রাজ্যে 2017 এর টেট পাশ করা প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকার কথা চলছে। তাদের ফর্ম ফিলাপ এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পথে এবং ইন্টারভিউ শেষে নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে রাজ্যে নতুন টেট (Primary TET 2022) নিয়ে যে কথা চলছিল তা অবশেষে বাস্তবায়িত হওয়ার হলো। পর্ষদের কথা, তারা বসে নেই, কাজ চলছে। সব শুধু সময়ের অপেক্ষা। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক ও অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE WB GOVT JOB: CLICK HERE


চাকরি ও নিয়োগের আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন এখনি।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment