Primary TET 2017 Vacancy: জানা গেলো প্রাথমিক শিক্ষকের শূন্যপদ, টেট উত্তীর্ণদের প্রত্যেককেই চাকরি

অবশেষে রাজ্যে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেয়েছে Primary TET 2017 এর রেজাল্ট। রেজাল্ট প্রকাশ পেলেও নানান বিষয় নিয়ে এখনও জল্পনা তুঙ্গে। Primary TET 2017 Result প্রকাশের পর নিয়োগের শূন্যপদ (Vacancy) নিয়ে এখন প্রশ্ন উঠছে। কত হতে পারে শূন্যপদ এ নিয়ে যদিও প্রাথমিক পর্ষদ (WBBPE) থেকে কিছু সরাসরি ও পরিষ্কার ভাবে বলা হয়নি তবে যতটুকু বোঝা যাচ্ছে যে এবার Primary TET 2017 তে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে। 



manik bhattacharya on primary tet

Primary TET 2017 Result

সোমবার প্রাথমিক টেটের রেজাল্ট (Primary TET 2017 Result) প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই এক অন্য রকম বাতাবরণ সৃষ্টি হয়েছে চাকরিপ্রার্থী মহলে। এবার Primary TET 2017 এর পরীক্ষায় পাশের হার খুবই সামান্য। প্রাথমিক টেটের পরীক্ষায় আবেদন জমা পড়েছিল 2 লক্ষ 45 হাজার 344 জন চাকরিপ্রার্থীর। এতে করে পরীক্ষাতে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা 1 লক্ষ 89 হাজার 814 জন। এতো পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরও পাশের শুধু 5 শতাংশ অর্থাৎ পাশ করেছেন মাত্র 9 হাজার 896 জন প্রার্থী। 



প্রাথমিক পর্ষদ (WBBPE) সভাপতির বক্তব্য 

WB Primary TET 2017 এর ফল প্রকাশ করেন আনুষ্ঠানিকভাবে প্রাথমিক পর্ষদ তথা WBBPE এর সভাপতি মানিক ভট্টাচার্য। Primary TET 2021 Result প্রকাশের পর তিনি বলেন যে পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে নিয়োগের কোনো রকম সম্পর্ক আদৌ নেই। তার মোতে টেট একটি পরীক্ষা মাত্র, এটি একটি টিচার্স এলিজিবিলিটি টেস্ট, এবং এই টেস্ট এ যারা উত্তীর্ণ হবেন তারা পরবর্তী নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তার বলা এ কথার পরই এক প্রকার দ্বন্দ্বের উদয় হয় WB Primary TET 2017 উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মনে। তিনি এও বলেন যে, টেটের নিয়োগে পর্ষদের কোনো বিশেষ ভূমিকা থাকে না। কত জন পাশ করেছেন, তার ভিত্তিতে  2017 এর Primary TET এ কত শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে এবং এসম্বন্ধীয় আরো নানান বিষয়ে সিদ্ধান্ত নেন শিক্ষাদপ্তর তথা পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবেন সেটি মেনে তার ওপর ভিত্তি করে রাজ্যে প্রাথমিক শিক্ষক (Primary Teacher) নিয়োগ করবেন প্রাইমারি বোর্ড (WBBPE)।






Primary TET 2017 Vacancy তথা শূন্যপদ 

2017 এর Primary TET এর শূন্যপদ সম্পর্কে সরাসরি কিছু না বলা বলেও বিশেষজ্ঞদের মতে এবার প্রচুর শূন্যপদে শিক্ষক নিয়োগ করার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শূন্যপদ স্বাভাবিকভাবেই অনেকটাই বেশি হবে। শিক্ষা দপ্তরের দেওয়া বিশেষ হিসাব অনুযায়ী রাজ্য জুড়ে প্রায় 15 হাজার প্রাথমিক বিদ্যালয়ে (Primary School) শিক্ষকের ঘাটতি রয়েছে। এবং তাদের দেওয়া বিশেষ হিসাবে রাজ্যে এখন প্রাথমিক শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুপাত একদমই ঠিক নেই অর্থাৎ শিক্ষার্থীর তুলনায় শিক্ষক অনেকটাই কম। যদি 15 হাজার প্রাথমিক বিদ্যালয়ে (Primary School) শিক্ষকের ঘাটতি থাকে তবে শূন্যপদ (Vacancy) 15 হাজার থেকে বেশি হতে চলেছে এই নিয়ে সন্দেহের কোনো রকম অবকাশ থাকে না। অন্যদিকে এবারে 2017 এর Primary TET এ 10 হাজার পরীক্ষার্থীও পাশ করতে পারেনি। সেদিকে দাঁড়িয়ে তাকিয়ে দেখলে যারা যারা Primary TET 2017 এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের প্রত্যেকেরই চাকরি পাওয়ার কথা।




Official Website: www.wbbpe.org  

এরকম আরো চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন: Click Here to Join Telegram Channel 

Leave a comment