লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ (Lower Division Clerk Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ সংস্থা তথা The National Institute of Health & Family Welfare এর তরফে এই নিয়োগ করা হচ্ছে। এখানে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা শুধু লোয়ার ডিভিশন ক্লার্ক পদটি সম্পর্কেই আলোচনা করবো যেখানে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশে আবেদন জানাতে পারবেন।
পদ – লোয়ার ডিভিশন ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা: লোয়ার ডিভিশন ক্লার্ক তথা LDC পদে আবেদন জানাতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার টাইপিং এর বিশেষ দক্ষতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: পে ম্যাট্রিক্স লেভেল -2 অনুযায়ী মাসিক বেতনক্রম হলো 19,900/- থেকে 63,200/- টাকা।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: প্রধান দুটি ধাপ এর মধ্য দিয়ে কর্মীদের নিযুক্ত করা হবে। প্রথমত লিখিত পরীক্ষা যেটি MCQ টাইপের হয়ে থাকবে। তারপর প্রার্থীদের ডেকে নেওয়া হবে টাইপিং টেস্ট এর জন্য।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন করে নিন।
2. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে নিজের নাম, বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
3. রেজিস্ট্রেশন শেষে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন এবং আরো কিছু তথ্য দেবেন।
4. এক্ষেত্রে নিজের বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, অভিভাবকের নাম ইত্যাদি তথ্য দেবেন।
5. গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করুন।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 24/10/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Apply Online | Click Here |