পশ্চিমবঙ্গে ব্লকের বিভিন্ন গ্রামে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ | WB Anandadhara Recruitment 2023

পশ্চিমবঙ্গে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ (WB Anandadhara Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তারা একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনিও চাইলে অতি সহজেই চাকরির জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।

WB Anandadhara Recruitment 2023

পদ – কমিউনিটি রিসোর্স পার্সন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: 01 অক্টোবর, 2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 25-45 বছর বয়সের মধ্যে।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: প্রধান দুইটি ধাপে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে। যথা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ।

আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন।

নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য দিয়ে একটি আবেদনপত্র তথা বায়ো ডেটা ফরম্যাট বানিয়ে ফেলুন।

সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি ইত্যাদি তথ্য দেবেন।

যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: Office of the Block Development Officer, Habra-II Development Block, Vill: Borobamunia, PO: Guma, PS: Ashoknagar, Dist: North 24 Parganas, Pin: 743704

আবেদনের সময়সীমা: আগামী 13/10/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।

Important Links
Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a comment