BANK OF BARODA তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, আপনিও করতে পারেন আবেদন | Bank Of Baroda Recruitment 2021 | Bank Recruitment 2021

সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের খবর। আপনি কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ব্যাঙ্কের চাকরি করতে ইচ্ছুক? তবে খবরটি শুধু আপনার জন্য। Bank Of Baroda এর পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি গ্র্যাডুয়েট হয়ে থাকেন তবে করতে পারবেন আবেদন। পুরুষ কিংবা মহিলা এবং রাজ্যের যেকোনো স্থান থেকে যেকোনো প্রার্থী করতে পারবে আবেদন। আবেদন সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি নিচে দেওয়া হলো-

নিয়োগকারী সংস্থাঃ BANK OF BARODA এর পক্ষ থেকে করা হবে নিয়োগ।

পদের নামঃ প্রধান 2 প্রকার পদে করা হবে প্রার্থী নিয়োগ। যথা- 

  1. SR RELATIONSHIP MANAGER
  2. E- WEALTH RELATIONSHIP MANAGER
শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট 376 টি শূন্যপদে নিয়োগ করা হবে। নিচে পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা দেওয়া হলো-

  1. SR RELATIONSHIP MANAGER- 326
  2. E- WEALTH RELATIONSHIP MANAGER- 50
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন করতে প্রার্থীকে অবশই যেকোনো এক স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করে থাকতে হবে। 

বয়সঃ নিম্নে পদ অনুযায়ী প্রার্থীর বয়স দেওয়া হলো-
  1. SR RELATIONSHIP MANAGER- 24-35
  2. E- WEALTH RELATIONSHIP MANAGER- 23-35
আবেদন প্রক্রিয়াঃ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে পারবেন আবেদন। আবেদন করতে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্যাদি এবং ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ প্রার্থী নিয়োগ করা হবে প্রথমে শর্ট লিস্টিং করে তার পরে ইন্টারভিউ এর মাধ্যমে। 

আবেদনের সময়সীমাঃ অনলাইনে আবেদন চলবে আগামী 9/12/2021 পর্যন্ত। 




OFFICIAL NOTIFICATION: CLICK HERE

TO APPLY ONLINE: CICK HERE

OFFICIAL WEBSITE: VSIT HERE

Leave a comment