35400 বেতনে রাজ্য কৃষি দপ্তরে নতুন করে অসংখ্য গ্রুপ-সি নিয়োগ | WB Govt Job Recruitment 2022

বিরাট নিয়োগের সুখবর সমগ্র চাকরিপ্রার্থীদের জন্য। আপনি যদি একজন সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করছেন তবে আপনার সকল খোঁজ এখানে শেষ হবে। কৃষি বিভাগের তরফ থেকে নতুন করে গ্রুপ সি কর্মী নেওয়া শুরু হলো অসংখ্য শূন্যপদে। রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এখানে। দিন দিন রাজ্যে বেড়ে চলেছে বেকার সমস্যা সঙ্গে চাকরির বাজারে মন্দা দুর্বার গতিতে বাড়ছে। এমন পরিস্থিতিতে এই সুবিশাল চাকরি হাতের মুঠোয় করে নিতে এখনি জেনে নিন নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি এবং করে ফেলুন আবেদন। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

Agriculture Department Group-C Recruitment 2022

নিয়োগকারী সংস্থা: 
ভারতীয় কৃষি গবেষণা সংস্থার তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে এই কৃষি নিয়োগ। যেখানে রাজ্য জুড়ে নেওয়া হতে চলেছে কর্মী।
পদের নাম:
কৃষি বিভাগের নিয়োগে ইতিমধ্যে অনেকগুলি নিয়োগ সম্পন্ন হয়েছে যেখানে নানান পদে কর্মী নিয়োগ হয়েছে। ফের আরো একবার নতুন করে মূলত গ্রুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে এবারে।
কীভাবে আবেদন করবেন?
অনলাইনের মাধ্যমে কয়েকটি ধাপে এখানে আবেদন করা হবে,
1. নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন সবার আগে। সেখান থেকে ক্লিক করবেন রেজিস্ট্রেশনের লিংকে। নিচে ডাইরেক্ট লিঙ্ক প্রদান করা হয়েছে।
2. লিংকে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে কিছু তথ্য থাকবে চাইলে পড়ে দেখতে পারেন। 
3. যাইহোক একেবারে নিচের দিকে চলে আসলে একটি বক্স থাকবে যার পাশে লেখা থাকবে – I Agree… যাইহোক বক্সে টিক করে দিন।
4. তারপর PROCEED TO REGISTER এ ক্লিক করবেন। এক্ষেত্রে যাদের আগের থেকেই রেজিস্ট্রেশন করা আছে তারা এর নিচের ALREADY REGISTERED CANDIDATES – CLICK HERE TO LOGIN এখানে ক্লিক করে ডাইরেক্ট লগইন করে নেবেন।
5. যাইহোক রেজিস্ট্রেশন এ ক্লিক করার পর সবার প্রথমে যে পদের জন্য আবেদন করছেন সেটি প্রথমে সিলেক্ট করবেন। 
6. তারপর দিতে হবে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি এবং এগুলি ভেরিফাই করতে বলবে, করে নেবেন।
7. তারপর আপনাকে মোবাইল নম্বর ও ইমেলের মাধ্যমে একটি USER ID এবং PASSWORD পাঠানো হবে। এগুলি দিয়ে রেজিস্ট্রেশন এর নিচের সেই লগইন পেজে গিয়ে লগইন করে নিন।
8. এবার আরো কিছু তথ্য যেমন বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে ভালো করে পূরণ করবেন অনলাইন ফর্মটি।
9. তারপর বেশ কিছু যাবতীয় ডকুমেন্ট আপলোড করবেন। সঙ্গে নিজের পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করে দিন।
10. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আপনার আবেদনের কাজ সম্পন্ন করবেন। আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই নিজের সঙ্গে রাখবেন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে
2. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
3. উচ্চমাধ্যমিক এর মার্কশিট এবং সার্টিফিকেট
4. স্নাতক পাশের সার্টিফিকেট
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. নিজের একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো
7. নিজের একটি সিগনেচার
8. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
রাজ্য কৃষি বিভাগের নিয়োগ (Agriculture Department Recruitment 2022) এ প্রার্থীদের কয়েকটি ধাপে ধাপে কর্মী পদে নিয়োগ করা হবে,
1. সবার প্রথমে প্রার্থীদের ডেকে নেওয়া হবে প্রিলিমিনারী পরীক্ষার জন্য। 
2. এই পরীক্ষায় যারা পাশ করবেন তাদের ডাকা হবে পরবর্তী ধাপ তথা মেইনস পরীক্ষার জন্য।
3. যত শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার 10 গুন প্রার্থীদের ডাকা হবে মেইনস পরীক্ষার জন্য।
4. যাইহোক নির্দিষ্ট কাট অফ্ নম্বর পেয়ে যারা এখানেও পাশ করবেন তারা ডাক পাবেন ইন্টারভিউয়ের জন্য।
5. ইন্টারভিউয়ে প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি টেস্ট করে নম্বর প্রদান করা হবে।
6. তারপর প্রার্থীদের প্রাপ্ত সকল নম্বর যোগ করে নিয়োগের একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা তৈরি করা হবে।
7. সবার শেষে এই মেরিট লিস্ট তথা মেধা তালিকা অনুযায়ী প্রার্থীদের ডেকে কর্মী পদে নিযুক্ত করা হবে।
মাসিক বেতন:
প্রার্থীদের কর্মী পদে নিয়োগ করার পর মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে। নিয়োগের সঙ্গে সঙ্গেই তারা মাসে 35,400/- টাকা করে বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
কৃষি বিভাগের এই নিয়োগে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পাশাপাশি আরো কিছু যোগ্যতা ধারণ করতে হবে এই কাজ সম্পর্কিত। সেক্ষেত্রে স্নাতক পাশ করে থাকলে প্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন নিয়োগ ক্ষেত্রে।
প্রার্থীর বয়সসীমা:
আবেদনের ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হতে হবে 20 বছর। অর্থাৎ এই বয়সের ঊর্ধ্বে আপনার বয়স হলেই আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে। SC/ST/PWD দের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদনের সময়সীমা:
আগামী 01/06/2022 তারিখের মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিচে কৃষি বিভাগের এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন এর আরো বিস্তারিত খুঁটিনাটি জানতে পারবেন। সঙ্গে আবেদন করার লিঙ্ক প্রদান করা হচ্ছে। অর্থাৎ, রেজিস্ট্রেশন এবং অনলাইন লগইন এর লিঙ্ক দেওয়া হলো, খুব শীঘ্রই লিংকে গিয়ে আবেদন করে ফেলুন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLY ONLINE: CLICK HERE


DIRECT REGISTRATION: CLICK HERE


DIRECT LOGIN: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE



চাকরি ও নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment