31852 টাকা বেতনে 313 শূন্যপদে পশ্চিমবঙ্গে গ্রূপ-সি কর্মী নিয়োগ | WB Group C Recruitment 2022

আপনি অনেক পড়াশোনা করে দিশেহারা হয়ে গিয়েছেন এবং বেকার সমস্যায় ভুগছেন। তবে আপনার জন্য এক দুর্দান্ত একটি খবর। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম ঠিক জায়গায় এসেছেন। রাজ্যে মাসিক উচ্চ বেতনে Group-C কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার বাসিন্দা হোন না কেন আপনি, অনায়াসে এখানে আবেদন করতে পারবেন। পুরুষ কিংবা মহিলা যেকেউ এখানে আবেদনের যোগ্য। তাই আর দেরি না করে এখনই আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেখে নিন।



wb group c recruitment 2022




নিয়োগকারী সংস্থা:

Eastern Coalfields Limited এর তরফ থেকে পশ্চিমবঙ্গে এই নিয়োগ করা হবে।


পদের নাম:

প্রধানত গ্রূপ-সি (Group-C) পদে কর্মী নিয়োগ করা হবে।


শূন্যপদ:

Group-C পদে সর্বমোট 313 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা: 

এই গ্রূপ-সি পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।


বয়সসীমা:

আবেদনকারীর বয়স হতে হবে 18-35 বছরের মধ্যে।


বেতনক্রম:

গ্রূপ-সি এর এই চাকরিতে মাসে 31852 টাকা বেতন দেওয়া হবে। 

নিয়োগ প্রক্রিয়া:

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।


আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে মূলত অনলাইনের মাধ্যমে। আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে এবং যাবতীয় কিছু ডকুমেন্ট আপলোড করে আবেদন করে নিতে হবে।


প্রয়োজনীয় ডকুমেন্ট:

আবেদনকারীকে নিজের যেসব ডকুমেন্ট আপলোড করতে হবে-
  • মাধ্যমিকের এডমিট কার্ড 
  • ভোটার কিংবা আধার কার্ড কিংবা যেকোনো ডকুমেন্ট 
  •  শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট 
  • নিজের রঙিন পাসপোর্ট ফটো 

আবেদনের সময়সীমা:

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 03/03/2022 তারিখের মধ্যে।


Official Notification: Click Here


Official Website: Click Here 

Leave a comment