রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য জারি হলো এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) এর তরফ থেকে বিভিন্ন পদে অসংখ্য শূন্যপদে মূলত গ্রূপ-ডি (Group-D) কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এখানে যেকোনো যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি বসরকারি চাকরির খোঁজে থাকেন এবং সরকারি ব্যাঙ্ক এর কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন তবে এখানে আবেদন জানাতে পারেন। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ অনায়াসে এই Punjab National Bank (PNB) এর চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিচে আবেদন সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো, দেখে আবেদন করে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থা: প্রধানত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) এর তরফ থেকে পশ্চিমবঙ্গের কলকাতা ওয়েস্ট সার্কেলে বিভিন্ন PNB তে এই নিয়োগ করা হবে।
পদের নাম: Punjab National Bank এর পক্ষ থেকে বেশ কিছু গ্রূপ-ডি (Group-D) পদে কর্মী নিয়োগ করা হবে। প্রধানত যে পদে কর্মী নিয়োগ করা হবে তার নাম- পার্টটাইম সুইপার
শিক্ষাগত যোগ্যতা: Punjab National Bank এর গ্রূপ-ডি পদে আবেদন করতে আপনাকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত অষ্টম শ্রেণী পাস হতে হবে।
বয়সসীমা: Punjab National Bank এর এই চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18-24 বছরের মধ্যে।
বেতনক্রম: Punjab National Bank এর Group-D বিভাগের কর্মীদের মাসে 14500-28145 টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Punjab National Bank Application Process Step By Step):
- আগ্রহী প্রার্থীরা মূলত অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করার মাধ্যমে আবেদন করতে পারেন।
- এক্ষত্রে আপনাকে নিজের হাতে একটি আবেদনপত্র লিখতে হবে যেখানে আপনার নিজের যাবতীয় নানান তথ্যাদি থাকবে।
- তারপর আবেদনপত্র (Application Form) এর সঙ্গে বেশ কিছু ডকুমেন্ট জুড়ে তা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদনে প্রযোজনীয় ডকুমেন্ট (Required Document for Apply): আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে-
- অষ্টম পাস এর প্রমাণপত্র
- বয়সের প্রমাণপত্র
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- একটি BIO DATA
- পাসপোর্ট ফটো
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মূলত বাই পোস্ট এর মাধ্যমে যে ঠিকানা তে আবেদনপত্র পাঠাতে হবে সেটি হলো-
The Chief Manager, HRD Department, Punjab National Bank, Human Resource Department, Circle Office, Kolkata (West), United Tower, 3rd Floor, 11, Hemanta Bose Sarani, Kolkata- 700001
OFFICIAL WEBSITE: CLICK HERE
FOR MORE WB GOVT JOB: CLICK HERE