2422 শূন্যপদে ভারতীয় রেলে গ্রূপ-সি ও গ্রূপ-ডি পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক | Central Railway Recruitment 2022

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট বড়ো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। প্রায় 2422 শূন্যপদে কেন্দ্রীয় রেল বিভাগ (Central Railway) এর তরফ থেকে এক বিরাট নিয়োগ হতে চলেছে। প্রধানত বিভিন্ন Group-C এবং Group-D পদে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনি যেকোনো পদে আবেদনের যোগ্য, এবং রাজ্যের যেকোনো জেলা থেকে যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন, নারী এবং পুরুষ নির্বিশেষে সবাই। আপনি যদি মাধ্যমিক পাশ করার পর সরকারি চাকরির খোঁজ করে থাকেন এবং ভারতীয় রেল বিভাগে চাকরি করতে ইচ্ছুক হন তবে এই পদের জন্য আবেদন করতে নিচে দেওয়া বিস্তারিত খুঁটিনাটি পড়ে নিতে পারেন। 




railway recruitment 2022

নিয়োগকারী সংস্থা 

ভারতীয় কেন্দ্রীয় রেল বিভাগ তথা Central Railway, Railway Recruitment Cell এর পক্ষ থেকে প্রচুর রেলকর্মী নিয়োগ করা হবে।



পদের নাম ও শূন্যপদ 

2422 টি শূন্যপদে অঢেল গ্রূপ-সি এবং গ্রূপ-ডি কর্মী নিয়োগ করা হবে। নিচে বিভিন্ন ক্লাস্টার (Cluster) অনুযায়ী পদের নাম এবং শূন্যপদ পদগুলির ডানপাশে দিয়ে লেখা হচ্ছে। 

Mumbai Cluster 

  1. Matunga Workshop – 547
  2. S&T Workshop, Byculla- 60 
  3. Carriage & Wagon (Coaching) Wadi Bunder- 258
  4. Kalyan Diesel Shed- 50
  5. Sr.DEE (TRS) Kurla- 192
  6. Parel Workshop- 313
  7. Kurla Diesel Shed- 60
  8. Sr.DEE (TRS) Kalyan-179

Bhusawal Cluster

  1. Carriage & Wagon Depot- 122
  2. Electric Locomotive Workshop- 118
  3. Manmad Workshop – 51
  4. TMW Nasik Road- 47
  5. Electric Loco Shed, Bhusawal- 80

Pune Cluster 

  1. Diesel Loco Shed- 121
  2. Carriage & Wagon Depot- 31

Nagpur Cluster

  1. Carriage & Wagon Depot- 66
  2. Electric Loco Shed- 48

Solapur Cluster

  1. Carriage & Wagon Depot- 58
  2. Kurduwadi Workshop- 21


শিক্ষাগত যোগ্যতা 

  • এই Group-C এবং Group-D পদে আবেদন করতে আবেদনকারীকে 50% নম্বর সহকারে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
  • সঙ্গে যেকোনো ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (ITI) লাগবে। 



বয়সসীমা 

  • আবেদনকারীর বয়স হতে হবে 15-24 বছরের মধ্যে। 
  • SC/ST দের বয়সে 5 বছরের ছাড় এবং OBC দের 3 বছরের ছাড় দেওয়া হবে।



নিয়োগ পদ্ধতি 

আবেদনকারী আবেদন করার সময় তার যে মাধ্যমিকের মার্কশিট, ITI এর সার্টিফিকেট প্রদান করবে তার ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করে একটি মেরিট লিস্ট প্রস্তুত করা হবে।



আবেদন প্রক্রিয়া 

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে নিজের যাবতীয় বিভিন্ন তথ্যাদি দিয়ে অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগে আবেদন করে নিতে হবে।  


আবেদনের সময়সীমা 

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 16/02/2022 তারিখের মধ্যে। 





Official Notification: Click Here


Apply Online: Click Here


Official Website: Click Here






Leave a comment