22000 টাকা মাসিক বেতনে পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে বিরাট শূন্যপদে কর্মী নিয়োগ | WB Bandhan Bank Recruitment 2022

এক বিরাট নিয়োগের সুখবর রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য। আপনি যদি তথাকথিত রাজ্যের চাকরি থেকে বেরিয়ে এসে একটু ভিন্ন ধরনের চাকরি করতে চান, তবে আপনার জন্য বন্ধন ব্যাংকে এক দুর্দান্ত সুযোগ চাকরি খুঁজে নেওয়ার। বন্ধন ব্যাংক এর তরফ থেকে অসংখ্য শূন্যপদে কর্মী নেওয়া হচ্ছে মূলত গ্রুপ সি লেভেলে। রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ এখানে চাকরির জন্য অংশগ্রহণ করতে পারবেন। নিয়োগের জন্য থেকে বড় বিশেষত্ব হলো, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি কর্মী নিয়োগ করে দেওয়া হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো, দেখে নিন।

WB Bandhan Bank Recruitment 2022

নিয়োগকারী সংস্থা:
দেশ তথা সমগ্র রাজ্যের অন্যতম স্বনামধন্য ব্যাংক তথা বন্ধন ব্যাংক এর পক্ষ থেকে এই নিয়োগের খবরটি জারি হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় অবস্থিত প্রতিটি বন্ধন ব্যাংক এর শাখায় এই কর্মী নিযুক্ত করা হচ্ছে।
পদের নাম:
বন্ধন ব্যাংক এর নিয়োগ (Bandhan Bank Recruitment 2022) এ বিভিন্ন ধরনের গ্রুপ সি লেভেলের কর্মী নিয়োগ করা হচ্ছে। যেমন, অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংকিং সেক্টর, লোন ডিপার্টমেন্ট এ কর্মী, মোবাইল ব্যাংকিং এ কর্মী, আউটডোর স্টাফ, ইনডোর স্টাফ ইত্যাদি নানান কর্মী নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
এই বিরাট ব্যাংকের চাকরি (Bank Jobs 2022) তে আবেদন জানাতে গেলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এক্ষেত্রে আপনি স্নাতক পাশ করে থাকলে আপনাকে নিয়োগ ক্ষেত্রে এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে।
প্রার্থীর বয়সসীমা:
চাকরিতে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ 35 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন:
প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করার পর মাসে উচ্চ বেতন দেওয়া হবে। কর্মী পিছু মাসিক গড় বেতন হবে 22,000/- টাকা।
কীভাবে আবেদন করবেন?
বন্ধন ব্যাংকে আবেদনের জন্য একটি আলাদা লিঙ্ক জারি করা হয়েছে। সেখানে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলুন।
1. সবার প্রথমে এই নির্দিষ্ট লিংকে ভিজিট করবেন। নিচে তার ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে।
2. Bandhan Bank Recruitment নামে একটি অপশন পাবেন। তার ওপর ক্লিক করে রেজিস্ট্রেশন ও অনলাইন ফর্ম ফিলাপ করে নিন।
3. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য যেমন নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি দেবেন।
4. তারপর নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় কিছু ডকুমেন্ট আপলোড করতে বলবে, এক এক করে করে ফেলুন।
5. সঙ্গে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে
2. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
3. উচ্চমাধ্যমিক এর মার্কশিট এবং সার্টিফিকেট
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. নিজের ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড বাসিন্দার প্রমাণপত্র হিসেবে
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
কীভাবে কর্মী নিয়োগ করা হবে:
কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না, নিয়োগ হবে সরাসরি ভাবে।
1. প্রার্থীদের আবেদন জমা পড়ার পর সেগুলি প্রথমে শর্ট লিস্টিং এর মাধ্যমে বেছে নেওয়া হবে। 
2. প্রার্থীদের ডাকা হবে সাধারণ ইন্টারভিউ প্রক্রিয়ায় জন্য। সেখানে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
3. সঙ্গে কিছু সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে ভালো করে পার্সোনালিটি দেখে নেওয়া হবে।
4. এরপর প্রার্থীদের পারফরম্যান্স এর ওপর ভিত্তি করে তাদের দেওয়া হবে নম্বর।
5. এই নম্বরের ভিত্তিতে তৈরি করে নেওয়া হবে একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা।
6. সবার শেষে এই মেরিট লিস্ট থেকে প্রার্থীদের ডেকে সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে।
APPLY ONLINE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE 

Leave a comment