পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবিশাল নিয়োগের সুখবর। আপনারা যারা অনেক পড়াশোনা শেষে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য দুর্দান্ত সুযোগ এটি। WBMSC এর তরফে একই সঙ্গে অসংখ্য শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। WBMSC তথা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এর নিয়োগে রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে আপনি চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আরো বিস্তারিত খুঁটিনাটি জেনে নিতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: WBMSC তথা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম – অ্যাসিস্ট্যান্ট টিচার
বিভাগ: মূলত ক্লাস IX-X, XI-XII এবং TET এর জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার তথা সহকারী শিক্ষক পদে নিযুক্ত করা হবে।
মোট শূন্যপদ: অসংখ্য শূন্যপদে এই শিক্ষক কর্মী নিযুক্ত করা হচ্ছে। আপাতত সব মিলিয়ে 1729 শূন্যপদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা: এখনও অফিসিয়াল নোটিফিকেশনে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে কিছু বলা হয়নি। সেক্ষেত্রে পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
1. নিয়োগের অনলাইন আবেদন এর লিংকে করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।
2. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে অবশ্যই নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।
3. অনলাইন ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।
4. যাবতীয় ডকুমেন্ট যেমন রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি ডকুমেন্ট আপলোড করতে বললে এক এক করে আপলোড করে দিন।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: নিয়োগ করা হবে ধাপে ধাপে। সেক্ষেত্রে আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সবার প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য। তারপর প্রার্থীরা ডাক পাবেন ইন্টারভিউয়ের জন্য। সব শেষে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনের সময়সীমা: আগামী 12 মে, 2023 তারিখ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন চলবে আগামী 12 জুন, 2023 তারিখ পর্যন্ত।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE