পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ। রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তরে এবার নিয়োগ করা হচ্ছে অসংখ্য গ্রুপ ডি কর্মী। আপনি যদি ন্যুনতম শিক্ষাগত যোগ্যতায় কোনো সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে এর থেকে বড় সুযোগ আর কিছুই হতে পারে না আপনার জন্য সরকারি চাকরি হাতের মুঠোয় করে নেওয়ার। তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই রাজ্যে নিয়োগ হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গ্রুপ ডি কর্মী, যেখানে রাজ্যের পুরুষ থেকে মহিলা সবাই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এখানে কর্মী নিয়োগের ক্ষেত্রে নেওয়া হবে না কোনো রকম লিখিত পরীক্ষা, অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর জন্য প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম:
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (Govt of West Bengal) এর তত্ত্বাবধানে রাজ্যের স্বাস্থ্য নিয়োগ (WB Health Recruitment 2022) এর আওতায় এই কর্মী নিয়োগ হচ্ছে। এখানে মূলত গ্রুপ ডি পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা:
অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী স্বাস্থ্য বিভাগের এই কর্মী নিয়োগে আবেদনের ক্ষেত্রে লাগবে না কোনো রকম শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ একজন প্রার্থী মোটামুটি শিক্ষিত হলেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি অষ্টম কিংবা মাধ্যমিক পাশ করে থাকেন তবে অনায়াসেই এখানে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা:
স্বাস্থ্য বিভাগের এই গ্রুপ ডি কর্মী নিয়োগ (WB Health Group-D Recruitment 2022) এ আবেদনের জন্য বয়সের ক্ষেত্রে নেই কোনো বাঁধা সীমা। যেকোনো বয়সের প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থীর বয়স শুধু 55 বছরের নিচে থাকতে হবে।
মাসিক বেতন:
এখানে কর্মী নিয়োগের সঙ্গে সঙ্গে উচ্চ হারে বেতন দেওয়া হবে কর্মীদের। চাকরিতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মী কিছু মাসিক গড় বেতন 16,800/- টাকা থেকে শুরু হচ্ছে। এবং ভবিষ্যতে বাড়তে থাকবে এই বেতন। সঙ্গে কর্মীদের নানান সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে।
কীভাবে আবেদন জানাবেন?
অফলাইনের মাধ্যমে সরাসরি আবেদন জমা করে খুব সহজেই এখানে আবেদন করা যাবে।
1. সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র টি ডাউনলোড করে নিতে হবে।
2. আবেদনপত্র (Application Form) এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া থাকবে, সেটি ডাউনলোড করে একটি A4 সাইজের পেপারে বের করে নিন।
3. তারপর নিজের সকল প্রকার তথ্য দিয়ে খুব ভালো করে পূরণ করে ফেলুন আবেদন পত্রটি।
4. নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন এখানে।
5. সঙ্গে অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে, নিয়োগের সকল আপডেট এর মাধ্যমেই পাঠানো হবে আপনাকে।
6. এরপর নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট ও অন্যান্য ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং Self Attested করে আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।
7. সঙ্গে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো জুড়ে দিন আবেদনপত্রের সঙ্গে এবং একটি সিগনেচার করে দিন।
8. সবার শেষে এগুলি সব একটি খামের মধ্যে ভরে তা একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যেমন,
3. অষ্টম কিংবা মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট যদি থাকে
4. আরও উচ্চ শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে
7. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
এখানে যেহেতু নিয়োগে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, তাই আপনার কাছে ন্যুনতম যেকোনো শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট থাকলেই তা দিতে পারেন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করে দেওয়া হবে,
1. সেক্ষেত্রে আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সবার প্রথমে ডেকে নেওয়া হবে সরাসরি ইন্টারভিউয়ের জন্য।
2. এখানে তাদের সাধারণ কিছু প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে।
3. তারপর তাদের নিয়ে একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা তৈরি করা হবে।
4. মেধা তালিকার ভিত্তিতে প্রার্থীদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য।
5. সবার শেষে একটি নিয়োগের প্যানেল তৈরি করে সেই প্যানেলের ভিত্তিতে প্রার্থীদের কর্মী পদে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:
আপনি যদি স্বাস্থ্য বিভাগের এই গ্রুপ ডি পদের চাকরির নিয়োগে আবেদন জানাতে চান তবে আপনাকে আগামী 22/06/2022 তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
নিম্নলিখিত ঠিকানায় স্পীড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন,
OIC, Stn HQs (ECHS Cell), Panagarh, PIN: 9000347, c/o 99 APO
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। সঙ্গে নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হলো, সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে নিন এবং পূরণ করে জমা করে দিন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE WB GOVT JOB: CLICK HERE