13000 টাকা মাসিক বেতনে রাজ্য খাদ্য দপ্তরে Group- C কর্মী নিয়োগ | Food Supply Department West Bengal Recruitment 2022

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য Group- C পদে নিয়োগের এক দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। রাজ্যের যেকোনো প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজে থাকেন তবে এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। অফলাইনের মাধ্যমে কোনো রকম আবেদন ফি ছাড়াই খুব সহজে আবেদন করতে পারবেন। মূলত রাজ্যের খাদ্য ভবন তথা Food Supply বিভাগের তরফ থেকে এই নিয়োগ করা হবে। আপনি যদি এই চাকরি করতে আগ্রহ প্রকাশ করে, নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো, দেখে আবেদন করে নিতে পারেন।



Food Supply Recruitment 2022 West Bengal


নিয়োগকারী সংস্থা:

রাজ্যের খাদ্য বিভাগ তথা Food & Supplies Department West Bengal এর পক্ষ থেকে জেলা স্তরে এই নিয়োগ করা হবে।


পদের নাম:      

মূলত যে গ্রূপ-সি (Group- C) পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হলো- 
  • ডেটা এন্ট্রি অপারেটর /Data Entry Operator (DEO)

শূন্যপদ:

আপাতত 34 টি শূন্যপদে Group- C কর্মী নিয়োগ করা হবে রাজ্য খাদ্য বিভাগের পক্ষ থেকে।


শিক্ষাগত যোগ্যতা: 

Food & Supplies Department West Bengal এর পক্ষ থেকে জারি হওয়া এই Group- C নিয়োগের চাকরিতে আবেদন করতে আবেদনকারীর যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা Graduation পাস করে থাকতে হবে।


কম্পিউটার যোগ্যতা:

এছাড়াও কম্পিউটার চালানোর ব্যাপারে বিশেষ জ্ঞান থাকা আবশ্যিক। বিশেষ করে কম্পিউটার এর MS Office এর কাজ সম্পর্কে অভিজ্ঞ হতে হবে আবেদনকারীকে।


বয়সসীমা: 

Food & Supplies Department West Bengal এর পক্ষ থেকে জারি হওয়া এই Group- C নিয়োগের চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে।

বেতনক্রম: 

খাদ্য বিভাগের এই গ্রূপ-সি পদের চাকরিতে মাসে 13000 টাকা বেতন দেওয়া হবে।


আবেদন প্রক্রিয়া: 

আবেদনকারীকে সর্বপ্রথম ভালো করে আবেদনপত্রটি (Application Form) পূরণ করতে হবে। তারপর আবেদনপত্রের সঙ্গে যাবতীয় নানান ডকুমেন্ট জুড়ে তা নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পোস্টের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।


প্রয়োজনীয় ডকুমেন্ট: 

আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট পাঠাতে হবে সেগুলি হলো- 
  • বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড 
  • বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার কিংবা আধার কিংবা রেশন কার্ড 
  • মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরের মার্কশিট এবং সার্টিফিকেট 
  • কম্পিউটার যোগ্যতার সার্টিফিকেট 
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা ও ইমেল:

নির্দিষ্ট ঠিকানায় বাই পোস্টের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আবেদন- 

ঠিকানা: Office of the District Controller (F&S), Nadia, Patrabazar, Krishnanagr, Nadia, PIN- 741101



আবেদনের সময়সীমা: 

আবেদনপত্র জমা করতে পারবেন আগামী 17/02/2022 তারিখের মধ্যে।




Official Notification: Click Here


Application Form: Click Here


Official Website: Click Here


Leave a comment