পশ্চিমবঙ্গে কর্মসংস্থান চাকরির মেলা, 2000 শিক্ষিত বেকারকে চাকরি | WB Job Fair Recruitment 2022

এ মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য সব থেকে বড় নিয়োগের সুখবর। রাজ্যে এবার চাকরির মেলা, চাকরি দেওয়া হবে প্রচুর শিক্ষিত বেকারদের। আপনার শিক্ষাগত যোগ্যতা যায় হোক না কেনো, আপনি এই চাকরির মেলায় অংশগ্রহণ করতে পারবেন। রাজ্যের যেকোনো জেলা কিংবা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ এই চাকরির মেলায় (WB Job Fair 2022) অনায়াসে ভাগ নিতে পারবেন। লাগবে না কোনো আবেদন ফি, শুধু মোটামুটি শিক্ষিত হলেই চলবে। নিচে বিস্তারিত আলোচনা করা হচ্ছে, জানতে আমাদের সঙ্গে থাকুন।

WB Job Fair Recruitment 2022

উল্লেখ্য দিনের পর দিন রাজ্যে দুর্বার গতিতে বাড়ছে বেকার সমস্যা, অন্যদিকে নিয়োগ ক্ষেত্রে নেই কোনো গতি। এমন অবস্থায় রাজ্যের বেকার যুবকদের চাকরির সুব্যবস্থা করে দিতেই মূলত এমন উদ্যোগ। এই উদ্যোগের তত্ত্বাবধায়ক খোদ রাজ্য সরকার, অর্থাৎ রাজ্য সরকার তথা খোদ রাজ্যের সুপ্রিমো অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি (WB Govt Job 2022) এর ব্যবস্থা করে দিতে এমন চাকরির মেলার আয়োজন করা হয়। 
অন্যদিকে রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তর ও দক্ষতা উন্নয়ন দপ্তরের মন্ত্রী হুমায়ূন কবীর এর মতে, এটি রাজ্য সরকারের দ্বারা নেওয়া এক অন্যতম পদক্ষেপ, যারা দ্বারা উপকৃত হতে চলেছেন কয়েক হাজার শিক্ষিত বেকার যুবক। এ প্রসঙ্গে গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহাও মন্তব্য করেন এবং প্রশংসা করেন এবং উদ্যোগ এর।
পশ্চিমবঙ্গের ঘটালে ইতিমধ্যে একটি কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়। যেখানে অংশগ্রহণ করতে দেখা যায় প্রায় 2000 বেকার শিক্ষিতদের। তাদের বয়স ছিল 18 থেকে 30 এর মধ্যে। তাদের কারিগরি শিক্ষাকে আরও মজবুত করে তুলতে এবং ভবিষ্যতে চাকরির সুব্যবস্থা করে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে রাজ্যের আরও নানান প্রান্তে এমন কর্মসংস্থান মেলার আয়োজন করা হতে চলেছে পশ্চিমবঙ্গে চাকরির নিয়োগ (WB Govt Job and Recruitment 2022) কে আরও সুনিশ্চিত করতে মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশে।
পশ্চিমবঙ্গের আরও নতুন নতুন চাকরির খবর ও আপডেট ভবিষ্যতে পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনি যুক্ত হন। 

Leave a comment