রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে Group-C কর্মী নিয়োগ, আপনিও করতে পারেন আবেদন | WB Group C Recruitment 2022

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এলো রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন বিভাগ (Department of Food Processing Industries and Horticulture)। করোনা তথা লকডাউনের পর রাজ্যে যেভাবে বেকার সমস্যা বৃদ্ধি পেয়েছে তাতে রাশ টানতে অনবরত রাজ্যে ছোটো-বড়ো নিয়োগ হয়েই চলেছে। এবার WBFPIH এর তরফ থেকে রাজ্যে গ্রূপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। কোনোরকম আবেদন ফি ছাড়াই রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ আবেদনের যোগ্য। আপনারা কেউ এই চাকরিতে আগ্রহ প্রকাশ করলে নিচে আবেদনের খুঁটিনাটি দেওয়া হলো, দেখে নিতে পারেন- 




wb group c recruitment 2022

নিয়োগকারী সংস্থা 

Department of Food Processing Industries and Horticulture (WBFPIH) তথা পশ্চিমবঙ্গ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন বিভাগ এর পক্ষ থেকে করা হবে গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ।


পদের নাম 

প্রধানত যে Group-C পদে কর্মী নিয়োগ হবে সেটি হলো- 
  • Data Entry Operator (DEO)

শিক্ষাগত যোগ্যতা 

এই DEO পদে আবেদন করতে আবেদনকারীকে অবশ্যই স্নাতক তথা Graduation পাশ করে থাকতে হবে।


কম্পিউটার যোগ্যতা 

  • শিক্ষাগত যোগ্যতা ছাড়াও কম্পিউটার সম্বন্ধে আবেদনকারীর সম্যক জ্ঞান থাকতে হবে।
  • কম্পিউটার চালাতে জানতে হবে তথা কম্পিউটারের যাবতীয় কার্যকলাপ এবং কিভাবে কী করতে হয় সে ব্যাপারে অবগত হতে হবে।
  • সঙ্গে Computer Application এ Certificate থাকতে হবে।

আবেদনকারীর বয়স 

এই পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 


বেতন 

চাকরিতে যুক্ত হওয়ার পর শুরুতে বেতন 13000 টাকা মাসে।


আবেদন প্রক্রিয়া 

খুব সহজ পদ্ধতিতে আপনি এই Group-C DEO পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে। আবেদনকারীকে সর্বপ্রথম অফিশিয়াল লিংক থেকে আবেদন পত্র তথা Application Form ডাউনলোড করে নিয়ে সেটিকে নিজের যাবতীয় তথ্যাদি নিয়ে ভালো করে পূরণ করে ফেলতে হবে। তারপর আবেদনপত্রটিতে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট জুড়ে দিতে হবে-

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাপত্র 
  • বয়সের তথা জন্মতারিখের প্রমাণপত্র 
  • বাসিন্দার প্রমাণপত্র 
  • কাস্ট সার্টিফিকেট এর জেরক্স (যদি থাকে)
  • অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে)
প্রত্যেকটির এক কপি করে জেরক্স সেলফ এটাস্টেড করে আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।



আবেদন পাঠানোর ঠিকানা 

Director, Director of Chinchona and Other Medicinal Plants, West Bengal, PO – Mungpoo, District – Darjeeling, Pin – 734313


আবেদন ফি 

আবেদন করতে এখানে কোনো রকম আবেদন ফি দিতে হবে না।


আবেদনের সময়সীম

এই পদে আবেদন করতে আবেদনপত্র জমা করতে পারবেন আগামী 12/02/2022 তারিখের মধ্যে।




Official Notification: Click Here

Application Form: Click Here

Official Webite: www.wbfpih.gov.in

Leave a comment