রাজ্যে নতুন করে Group- C কর্মী নিয়োগ, সরাসরি কর্মী নিয়ে মাসে প্রায় 22000

আজ আমরা নতুন একটি সরকারি চাকরির খবর নিয়ে এলাম রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। আপনি যদি পড়াশোনা করার পর সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম সঠিক স্থানে এসেছেন। পশ্চিমবঙ্গের এক টেকনোলজি সংস্থায় এবার গ্রুপ- সি (Group-C) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলা প্রান্ত থেকে নারী কিংবা পুরুষ যেকেউ এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। মূলত অনলাইনের মাধ্যমে অতি সহজেই আবেদন করা যাবে। 

WB Group- C Recruitment 2022

নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো।

পদের নাম: 

মূলত গ্রুপ – সি পদে বিভাগে কর্মী নিয়োগ করা হবে। ঠিক যে পদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে তার নাম হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)

শিক্ষাগত যোগ্যতা:

1. যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
2. সঙ্গে কম্পিউটার এর কাজ সম্পর্কে বিশেষ জ্ঞান থাকা দরকার।
3. বিশেষ করে কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে বিশেষ জ্ঞান থাকতে হবে।
4. কম্পিউটারের MS WORD, MS EXCEL, MS POWERPOINT ইত্যাদির কাজ জানতে হবে।
5. মিনিটে 35 টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

নিয়োগকারী সংস্থা:

ইন্ডিয়ান ইনস্টটিউট অফ টেকনোলজি (Indian Institute of Technology) এর পশ্চিমবঙ্গ KHARAGPUR শাখায় এই নিয়োগ করা হবে।

বয়সসীমা: 

Junior Assistant পদে আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরী দের বয়সের ক্ষেত্রে বিশেষ ছার দেওয়া হবে।

শূন্যপদ:

আপাতত 40 টি শূন্যপদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী।

বেতনক্রম:

প্রতি মাসে উচ্চ বেতন দেওয়া হবে এই নিযুক্ত গ্রুপ- সি (Group-C) কর্মীদের। নিয়োগ পাওয়ার পরপরই পে ম্যাট্রিক্স এর লেভেল 3 অনুযায়ী মাসে 21700 থেকে 69100 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে অনলাইনের ফর্মটি ফিলাপ করে নিতে হবে এবং বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে দিতে হবে।

আবেদন ফি:

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় প্রার্থীকে ফি বাবদ 250 টাকা দিতে হবে। SC/ST/PWD/WOMEN দের কোনো রকম আবেদন ফি দিতে হবে না।

আবেদনের সময়সীমা:

Group C তথা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের চাকরির জন্য আবেদন চলবে আগামী 16/03/2022 তারিখ পর্যন্ত।
Official Notification: Click Here

Apply Online: Click Here

Official Website: Click Here
For More Govt Job: Click Here

Leave a comment