রাজ্যে কো-অপারেটিভ সার্ভিস কমিশনের তরফে খাদ্য ভবনে নিয়োগ, বেতন 18,000/- টাকা | WBCSC Khadya Bhawan Recruitment

পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে খাদ্য ভবনে নেওয়া হবে কর্মী। রাজ্যের স্থায়ী বাসিন্দা যেসব চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি। একই সঙ্গে প্রধান দু ধরনের পদে নেওয়া হবে কর্মী। এখানে প্রার্থীদের একেবারে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করা হবে। বিস্তারিত বিবরন নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।

WBCSC Recruitment 2023
আবেদন পদ্ধতি: আগের থেকে আবেদন করার দরকার নেই। সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করুন।
1. নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট পূরণ করে ফেলুন।
2. নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি বিভিন্ন তথ্য দেবেন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে সিগনেচার করবেন ফর্মের মধ্যে।
5. যাবতীয় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট সঙ্গে রাখবেন। এগুলি ইন্টারভিউ কেন্দ্রে প্রয়োজন পড়বে।
1. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
2. এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
3. ফটো আইডেন্টিটি প্রুফ
4. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো 
পদের নাম – Dairy Technologist
শিক্ষাগত যোগ্যতা: Dairy Technology/ Food Technology যেকোনো একটি ক্ষেত্রে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাশ করে থাকতে হবে।
বয়সসীমা: 01/01/2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18-40 বছর বয়সের মধ্যে।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 18,000/- টাকা থেকে শুরু হচ্ছে। 
পদের নাম – Operator
শিক্ষাগত যোগ্যতা: Mechanical Engineering/ Refrigeration Engineering/ Mechanical Instrument Engineering যেকোনো একটি ক্ষেত্রে আইটিআই পাস করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: 01/01/2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18-35 বছর বয়সের মধ্যে।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 8,000/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।
ইন্টারভিউয়ের তারিখ: আগামী 22/06/2023 ও 23/06/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। Dairy Technologist পদের জন্য 22/06/2023 তারিখ এবং Operator পদের জন্য 23/06/2023 তারিখে ইন্টারভিউ হবে।
ইন্টারভিউয়ের ঠিকানা: Office of the West Bengal Co-operative Service Commission, Khadya Bhawan Complex, PWD Buildings, Block A (Ground Floor), 11 A, Mirza Ghalib Street, Kolkata – 700087
উল্লেখ্য, আপনি নিজে গিয়ে কিংবা ইমেলের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন। সেক্ষেত্রে এই ঠিকানা গুলি অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে।
TELEGRAM CHANNEL: JOIN HERE


MORE JOB NEWS: CLICK HERE

Leave a comment