মমতার স্বপ্নের প্রকল্পে রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আপনিও আবেদন করতে পারেন | WB Govt Job Recruitment 2022

রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য জারি হলো এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গে রাজ্যের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক অন্যতম প্রকল্পে Group-C বিভাগে কর্মী নিয়োগ করা হবে। নারী-পুরুষ নির্বিশেষে যেকেউ এই চাকরিতে আবেদনের যোগ্য। আপনি যদি স্নাতক পাস করার পর সরকারি চাকরির খোঁজে থাকেন এবং এই বিশেষ চাকরিতে আগ্রহ প্রকাশ করেন তবে এখানে আবেদন করতে পারেন। কোনো রকম আবেদন ফি ছাড়াই সরাসরি অনলাইনের মাধ্যমে অনায়াসেই এই গ্রূপ-সি পদের জন্য আবেদন করতে পারবেন। নিচে আবেদন সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো, দেখে আবেদন করে নিতে পারেন।


mamata banerjee on kanyashree prakalpa recruitment 2022



নিয়োগকারী সংস্থা

মূলত কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa) এর আওতায় এই নিয়োগ করা হবে।


পদের নাম

প্রধানত যে Group-C পদে কর্মী নিয়োগ করা হবে সেটি নিচে দেওয়া হলো- 

  • ডেটা ম্যানেজার ফর ব্লক অফিস (Data Manager for Block Office)


শিক্ষাগত যোগ্যতা 

কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa) এর এই গ্রূপ-সি পদে চাকরির জন্য আবেদন করতে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা Graduation পাস করে থাকতে হবে।



কম্পিউটার যোগ্যতা 

  • যেকোনো স্বীকৃত সংস্থা থেকে Computer Application এর ওপর একটি সার্টিফিকেট থাকতে হবে।
  • সঙ্গে মিনিটে 30 টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।


বয়সসীমা

কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa) এর চাকরির নিয়োগে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।



বেতনক্রম 

কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa) এর এই গ্রূপ-সি পদের চাকরিতে বেতন 11000 টাকা মাসে।



নিয়োগ প্রক্রিয়া 

মূলত লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। নিচে কোনো বিভাগে কত নম্বর থাকতে তা দেওয়া হলো- 

Written Test- 80 Marks
(English – 20 marks, Arithmetic – 20 marks, Computer applications – 20 marks, General Awareness
– 20 marks)

Computer Test – 10 Marks

Viva – Voce – 10 Marks



আবেদন প্রক্রিয়া 

মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদনকারীকে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন করে নিতে হবে। 


আবেদেনের সময়সীমা 

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 20/02/2022 তারিখের মধ্যে।




Official Notification: Click Here


Official Website: Click Here



পশ্চিমবঙ্গের আরো অন্যান্য সরকারি চাকরির খবর পেতে: এখানে ক্লিক করুন 






 

Leave a comment