চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞতি নিয়ে হাজির হলো ভারতীয় রেল (Indian Railway Recruitment 2022)। বিভিন্ন Group-B ও Group-C পদে করা নিয়োগ করা হবে অসংখ্য কর্মী। যেকোনো যোগ্যতায় আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নুয়নতম যোগ্যতা হলো মাধ্যমিক পাশ। রাজ্যের যেকোনো স্থান থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ আবেদনের যোগ্য। আবেদন করতে কোনো রকম আবেদন ফি দিতে হবে না। এবং সব থেকে বড়ো কথা হলো কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ (Walk-In-Interview) এর মাধ্যমে হবে প্রার্থী বাছাই। নিচে আবেদনটি সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো, দেখে নিন-
নিয়োগকারী সংস্থা
ভারতীয় রেলের (Indian Railway) তত্ত্বাবধানে দক্ষিণ-পূর্ব-মধ্য রেল (South East Central Railway) এর পক্ষ থেকে করা হবে রেল কর্মী নিয়োগ।
পদের নাম
বিভিন্ন গ্রূপ-সি (Group-C) পদে কর্মী নিয়োগ করা হবে। যেমন-
- Staff Nurse
- Pharmacist
- Dresser
- X-Ray Technician
- Dental Hygienist
- Lab Superintendent
- Lab Assistant (Grade-II)
- Physiotherapist
- Audio-Cum-Speech Therapist
- Refractionist
বিভিন্ন পদের বিস্তারিত বিবরণ
নিচে বিভিন্ন পদের শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং বেতনক্রম দেওয়া হলো-
1. স্টাফ নার্স (Staff Nurse)
- শূন্যপদ: 49 টি
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে 3 বছরের GNM কোর্স করে থাকতে হবে।
- বয়স: 20-40 বছরের মধ্যে।
- বেতন: 44900 টাকা মাসে।
2. ফার্মাসিস্ট (Pharmacist)
- শূন্যপদ: 4 টি
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিকে বিজ্ঞান শাখায় পড়ে ফার্মাসি তে ডিপ্লোমা করতে হবে।
- বয়স: 20-33 বছরের মধ্যে।
- বেতন: 29200 টাকা মাসে।
3. ড্রেসার (Dresser)
- শূন্যপদ: 06 টি
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ করার পাশাপাশি ড্রেসিং এ সার্টিফিকেট কোর্স।
- বয়স: 18-33 বছরের মধ্যে।
- বেতন: 19900 টাকা মাসে।
4. এক্স-রে টেকনিশিয়ান (X-Ray Technician)
- শূন্যপদ: 03 টি
- শিক্ষাগত যোগ্যতা: Radiography/X-Ray তে ডিপ্লোমা।
- বয়স: 19-33 বছরের মধ্যে।
- বেতন: 29200 টাকা মাসে।
5. ডেন্টাল হাইজিনিস্ট (Dental Hygienist)
- শূন্যপদ: 01 টি
- শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে (জীববিদ্যা) স্নাতক পাশ করার পাশাপাশি Dental Hygiene এ 2 বছরের ডিপ্লোমা।
- বয়স: 18-33 বছরের মধ্যে।
- বেতন: 35400 টাকা মাসে।
6. ল্যাব সুপারিনটেনডেন্ট (Lab Superintendent)
- শূন্যপদ: 02 টি
- শিক্ষাগত যোগ্যতা: Bio-Chemistry/ Life Science/ Micro Biology তে B.Sc ডিগ্রি।
- বয়স: 18-33 বছরের মধ্যে।
- বেতন: 35400 টাকা মাসে।
7. ল্যাব অ্যাসিস্ট্যান্ট (Lab Assistant Grade- II)
- শূন্যপদ: 07 টি
- শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিকের সঙ্গে DMLT কোর্স।
- বয়স: 18-33 বছরের মধ্যে।
- বেতন: 21700 টাকা মাসে।
8. ফিজিওথেরাপিস্ট (Physiotherapist)
- শূন্যপদ: 01 টি
- শিক্ষাগত যোগ্যতা: Physiotherapy তে স্নাতক পাশ।
- বয়স: 18-33 বছরের মধ্যে।
- বেতন: 35400 টাকা মাসে।
9. অডিও এবং স্পিচ থেরাপিস্ট (Audio-Cum-Speech Therapist)
- শূন্যপদ: 01 টি
- শিক্ষাগত যোগ্যতা: B.Sc এর পাশাপাশি Audio and speech Therapy তে 2 বছরের ডিপ্লোমা।
- বয়স: 18-33 বছরের মধ্যে।
- বেতন: 29200 টাকা মাসে।
10. রিফ্র্যাকশনিস্ট (Refractionist)
- শূন্যপদ: 01 টি
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে Ophthalmic Technique এ স্নাতক।
- বয়স: 18-30 বছরের মধ্যে।
- বেতন: 25500 টাকা মাসে।
আবেদন প্রক্রিয়া
আবেদন হবে অফলাইন পদ্ধতির মাধ্যমে। আবেদনপত্র এ আবেদনকারীকে তার নিজের যাবতীয় তথ্য ভালো করে দিয়ে সেটিকে পূরণ করে তার সঙ্গে তার নিজের যাবতীয় বিভিন্ন ডকুমেন্ট জুড়ে দিতে হবে।
আবেদনের সময়সীমা
18/01/2022 থেকে 25/01/2022 তারিখ পর্যন্ত ইন্টারভিউ সংঘটিত হবে। আবেদনকারীকে একেবারে ইন্টারভিউয়ের দিন তার আবেদনপত্র সঙ্গে নিয়ে আস্তে হবে।
নিয়োগ প্রক্রিয়া
কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। ইন্টারভিউ (Walk-In-Interview) এর মাধ্যমে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে।
Official Notification: Click Here
Application Form: Click Here
Official Website: secr.indianrailways.gov.in