পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক 816 শূন্যপদে কর্মী নিয়োগ, আপনিও করতে পারেন আবেদন | Public Service Commission Recruitment 2022

আপনি যদি সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। দেশের সর্বোচ্চ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক বিভিন্ন রাজ্যে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি স্নাতক পাস করে থাকেন তবে এখানে আবেদন করতে পারবেন। রাজ্যের যেকোনো প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যম্যে অতি সহজেই আবেদন করা যাবে। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো, দেখে আবেদন করে নিতে পারেন।



upsc civil services exam 2022




নিয়োগকারী সংস্থা: UPSC তথা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UNION PUBLIC SEVICE COMMISSION) দ্বারা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


পদের নাম: প্রধানত সিভিল (CIVIL SERVICE) পদে কর্মী নিয়োগ করা হবে।


শূন্যপদ: সর্বমোট 816 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা GRADUATION পাস করতে হবে।


বয়সসীমা: UPSC এর এই চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 21-32 বছরের মধ্যে। 


নিয়োগ প্রক্রিয়া: UPSC Civil Services Exam 2022 এ কর্মী নিয়োগ করা হবে প্রধানত তিনটি ধাপের মধ্য দিয়ে- 
  1. Preliminary Examination
  2. Main Examination
  3. Interview Test

আবেদন প্রক্রিয়া: UPSC Recruitment 2022 এ আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে। আবেদনকারীকে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে এবং কিছু ডকুমেন্ট আপলোড করার মধ্য দিয়ে আবেদন করে নিতে হবে। 

আবেদন ফি: আবেদন করতে 100 টাকা আবেদন ফি দিতে হবে। SC/ST/FEMALE/PWD দের কোনো রকম আবেদন ফি দিতে হবে না।


আবেদনের সময়সীমা: UPSC এর চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 22/02/2022 তারিখের মধ্যে।



Official Notification: Click Here


Official Website: Click Here


Apply Online: Click Here 1 / Click Here 2


Leave a comment