পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে উচ্চ বেতনে Group-C কর্মী নিয়োগ | WBPSC Recruitment 2022

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। প্রধানত Group-C বিভাগে করা হবে  নিয়োগ। রাজ্যের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে যেকেউ আবেদনের যোগ্য। আপনি কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং পড়াশোনা করে চাকরির খোঁজে আছেন, তবে এই নিয়োগের বিজ্ঞপ্তি শুধু আপনার জন্য। নিচে বিস্তারিত দেওয়া হচ্ছে, দেখে  নিন-



wbpsc recruitment 2022

নিয়োগকারী সংস্থা 

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তথা West Bengal Public Service Commission (WBPSC) এর পক্ষ থেকে নিয়োগ করা হবে নানান গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ।   


পদের নাম 

Group-C পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নলিখিত এই পদটিতে কর্মী নিয়োগ হবে- 
  •  প্রটোকল অফিসার (Protocol Officer)

শিক্ষাগত যোগ্যতা 

  • আবেদনকারীকে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক (Graduation) পাশ করতে হবে।
  • প্রটোকল কিংবা পাবলিক রিলেশন বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা।

আবেদনকারীর বয়স 

এই পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 25-37 বছরের মধ্যে। 


বেতন

বেতন 37100-95500 টাকা মাসে।

আবেদন প্রক্রিয়া 

Protocol Officer পদে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে। আবেদনকারীকে WBPSC এর অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে এবং যাবতীয় নানান ডকুমেন্ট আপলোড করে আবেদন করতে হবে।




আবেদন ফি 

আবেদন করতে আবেদনকারীকে 160 টাকা দিতে হবে। SC/ST/PWD এর কোনোরকম আবেদন ফি দিতে হবেনা।


আবেদনের সময়সীমা 

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 19/01/2022 এর মধ্যে। 




Official Notification: Click Here


Official Website: wbpsc.gov.in


Apply Online: Click Here


For More Govt Job: Click Here

Leave a comment