পশ্চিমবঙ্গ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে Group-C ও Group-D কর্মী নিয়োগ | WB Health Recruitment 2022

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন গ্রূপ-সি এবং গ্রূপ-ডি পদে নিয়োগ করা হবে অসংখ্য কর্মী। এই দুর্দান্ত চাকরি হাতছাড়া করবেন না। ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই করা যাবে  আবেদন। রাজ্যের প্রতিটি জেলার অন্তর্গত পুরুষ কিংবা মহিলা নির্বিশেষে যে কেউ করতে পারবেন আবেদন। নির্দিষ্ট  স্থানে আবেদনকারীকে নিজের যাবতীয় ডকুমেন্ট নিয়ে গিয়ে প্রধানত অফলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। আবেদন করতে আবেদনকারীকে কোনো রকম আবেদন ফি দিতে হবে না। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন এবং বেকার সমস্যায় ভুগছেন তবে করতে পারেন এই নিয়োগের জন্য আবেদন। নিচে বিস্তারিত দেয়া হলো- 

পশ্চিমবঙ্গ জেলা  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে  Group-C ও Group-D কর্মী নিয়োগ

নিয়োগকারী সংস্থা

Govt. of West Bengal (District Health & Family Welfare Samiti) তথা পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে নিয়োগ করা হবে বাঁকুড়ার Bishnupur Health District এ। 

পদের নাম 

সর্বমোট 5 প্রকার পদে নিয়োগ করা হবে। যথা-
  1. COOK
  2. ATTENDANT
  3. NUTRITIONIST
  4. MEDICAL SOCIAL WORKER
  5. CLINICAL PSYCHOLOGIST/PSYCHOLOGIST

পদ অনুযায়ী বিবরণ

নিচে পদ অনুযায়ী যাবতীয় বিবরণ দেওয়া হলো-

COOK & ATTENDANT


শূন্যপদের সংখ্যা

  • COOK- 01
  • ATTENDANT- 03

শিক্ষাগত যোগ্যতা

  • উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
  • সঙ্গে উক্ত জেলার স্থানীয় ভাষায় কথা বলতে দক্ষ হতে হবে।

আবেদনকারীর বয়স 

  • 20-40 বছরের মধ্যে। 

বেতন

  • COOK: 8000 টাকা মাসে 
  • ATTENDANT: 5000 টাকা মাসে 

নিয়োগ প্রক্রিয়া 

  • Academic Qualification এবং  Interview এর মাধ্যমে হবে প্রার্থী বাছাই। 

 


NUTRITIONIST, MEDICAL SOCIAL WORKER & PSYCHOLOGIST


শূন্যপদের সংখ্যা

  • NUTRITIONIST- 01
  • MEDICAL SOCIAL WORKER- 01
  • CLINICAL PSYCHOLOGIST/PSYCHOLOGIST- 01

শিক্ষাগত যোগ্যতা

  • NUTRITIONIST: Food & Nutritionist বিষয়ে B.Sc / M.Sc  করতে হবে।
  • MEDICAL SOCIAL WORKER: Graduate হলেই আবেদন করতে পারবে।
  • CLINICAL PSYCHOLOGIST/PSYCHOLOGIST: Clinical Psychology বিষয়ে ডিগ্রি করে থাকতে হবে।

আবেদনকারীর বয়স 

  • 21-40 বছরের মধ্যে। 

বেতন

  • NUTRITIONIST: 25000 টাকা মাসে 
  • MEDICAL SOCIAL WORKER- 18000 টাকা মাসে 
  • CLINICAL PSYCHOLOGIST: 30000 টাকা মাসে 
  • PSYCHOLOGIST: 28000 টাকা মাসে 

 

নিয়োগ প্রক্রিয়া 

  • Screening, Academic Marks, Written Test, Computer Test এবং Interview ইত্যাদি বিভিন্ন ধাপের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। 


আবেদন প্রক্রিয়া

  • আবেদনকারীকে নিজের যাবতীয় ডকুমেন্ট নিয়ে একেবারে ইন্টারভিউয়ের দিন Walk-In-Interview এর জন্য আবেদন করতে হবে। 

Walk-In-Interview এর দিনক্ষণ

  • 03/01/2022 এবং 04/01/2022 তারিখে হবে ইন্টারভিউ।

Walk-In-Interview এর স্থান 

  • Office of the CMOH, Bishnupur Health District, 1st Floor Meeting Hall, At- Bishnupur, Bankura, 722122

আবেদনের সময়সীমা 

  • 03/01/2022 এবং 04/01/2022 তারিখের মধ্যে। 




Official Notification: Click Here

Official Website: wbhealth.gov.in

More Govt. Job News: Click Here 




 


Leave a comment