পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলে D.EL.ED ও B.ED পাসে অসংখ্য শিক্ষক নিয়োগ | Primary Teacher Recruitment 2022 West Bengal

আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন, আপনার জন্য রয়েছে দারুন সুখবর। রাজ্যের বিদ্যালয়ে D.EL.ED ও B.ED যোগ্যতায়  প্রাথমিক শিক্ষক এবং আরো নানান বিভাগের ওপর শিক্ষক নিয়োগ করা হবে। আপনি যদি শিক্ষকতা করতে কিংবা ছাত্র-ছাত্রীদের পড়াতে ভালোবাসেন তবে এই নিয়োগটি শুধু আপনার জন্য। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ অনায়াসেই আবেদন করতে পারবেন। আবেদনের জন্য দিতে হবে না কোনো রকম আবেদন ফি। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো, আপনি যদি এই চাকরিতে আগ্রহ প্রকাশ করেন, তবে আবেদন করতে পারেন।



primary teacher recruitment 2022 west bengal



নিয়োগকারী সংস্থা 

রাজ্যের এক মডেল স্কুলে (Kamal Kumari Devi Model School) বিভিন্ন বিষয়ের ওপর প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। 


পদের নাম 

প্রধান 2 টি ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। যথা- 
  • PGT (Post-Graduate Teacher)
  • PRT (Primary Teacher)


বিষয় (Subject)

এই 2 প্রকার ক্ষেত্রে যেসব বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে, তার বিবরণ নিচে দেওয়া হলো- 
PGT (Post-Graduate Teacher)
  • Physics
  • Chemistry
  • Mathematics
  • History
  • Computer Science
  • Physical Education
  • Economics


প্রাথমিক শিক্ষক (Primary Teacher)


প্রতিটি বিষয়ের ওপর থেকে শিক্ষক নিয়োগ করা হবে। যেমন-
  • Bengali
  • English
  • History
  • Geography
  • Mathematics
  • Social Studies
  • এবং আরো অন্যান্য বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা 

PGT (Post-Graduate Teacher)

  • উক্ত বিষয়ে মাস্টার্স ডিগ্রি তথা স্নাতকোত্তর পাস করতে হবে।
  • সঙ্গে B.ED/D.EL.ED/D.ED করা থাকলে বিশেষ প্রেফারেন্স দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষক (Primary Teacher)

  • আবেদনকারীকে স্নাতক তথা Graduation পাস করতে হবে।
  • D.EL.ED/D.ED করা থাকলে বিশেষ প্রেফারেন্স দেওয়া হবে।


আবেদন  প্রক্রিয়া 

  • আবেদনকারীকে ভালো করে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে Application Form টি পূরণ করতে হবে। 
  • এর সঙ্গে নিজের একটি CV তথা Bio-Data যুক্ত করে পাঠাতে হবে।
  • আবেদন করার সময় আবেদনপত্রের সঙ্গে নিজের সম্প্রতি তোলা একটি রঙিন পাসপোর্ট ফটো দিতে হবে।
  • এগুলি পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায়।


আবেদন পাঠানোর ঠিকানা

WhatsApp কিংবা E-Mail এর মাধ্যমে আপনি আপনার আবেদন জমা দিতে পারেন। 

WhatsApp Number: 8695312472





Official Notification: Click Here


Official Website: www.kkdmschools.com

Leave a comment