দীর্ঘ পরীক্ষার অবসানে রাজ্যে নতুন টেট 2022! নিয়োগ প্রাইমারি টেট 2017 সকল উত্তীর্ণদের | WB Govt Job Update 2022

অবশেষে রাজ্যের সকল টেট পরীক্ষা প্রার্থীদের জন্য এক বিরাট সুখবর। রাজ্যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের সংঘটিত হতে চলেছে নতুন টেট। রাজ্যে এই প্রাইমারি টেট নিয়ে যে টালবাহানা তা আর বলার অপেক্ষা রাখেনা। সুদীর্ঘ দিন পেরিয়ে গিয়েছে রাজ্যে হয়ে গিয়েছে 2017 এর প্রাইমারি টেট, কিন্তু নিয়োগ এখনো ডুমুরের ফুল। অন্যদিকে 2014 টেট এর আইনি জটিলতা এক অভিশাপের মত বিরাজ করেছে রাজ্যের প্রাইমারি পর্ষদ(WBBPE) তথা শিক্ষা পর্ষদের ওপর। আর এরই মধ্যে বারংবার চাপা পড়ে যেতে হচ্ছে 2022 এর নতুন প্রাইমারি টেট নিয়োগ কে। যাইহোক অবশেষে মিলল এক সবুজ সংকেত।

WB Govt Job Recruitment 2022

উল্লেখ্য, 2017 সালে রাজ্যে শেষ বারের মত প্রকাশ পেয়েছিল টেট নিয়োগের বিজ্ঞপ্তি। দীর্ঘ টানাপোড়েনের পর এই পরীক্ষা অনুষ্ঠিত হলো সুদীর্ঘ 4 বছর পেরিয়ে 2021 সালের 31 এ জানুয়ারি। এই অব্দি শেষ ছিল না শিক্ষা পর্ষদ (WBBPE) এর উদাসীনতা। পরীক্ষা সংঘটিত হওয়ার ফের দীর্ঘ এক বছর পর 2022 সালের 10 জানুয়ারি প্রকাশ পেলো 2017 টেট এর রেজাল্ট। অর্থাৎ টেট এর নোটিফিকেশন প্রকাশ পাওয়া থেকে শুরু করে শুধু রেজাল্ট পাওয়া পর্যন্ত সুদীর্ঘ 5 বছর সময় কাটিয়ে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কত শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আশা ও স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং ঘোর অন্ধকার এর মুখে পড়েছে তাদের ভবিষ্যৎ সেটি কেবল তারাই বলতে পারবে।

2017 টেট এর ফলাফল তো প্রকাশ পেলো, কিন্তু নিয়োগ নিয়ে সংশয়ে ভুগছেন টেট উত্তীর্ণ প্রার্থীরা। উল্লেখ্য, 2021 সালের 31 জানুয়ারি রাজ্যে সংঘটিত হয় টেট 2017 এর পরীক্ষা। পরীক্ষার জন্য মোট আবেদন করেছিলেন প্রায় 2 লক্ষ 45 হাজার 344 জন। এবং পরীক্ষা দিয়েছিলেন 1 লক্ষ 89 হাজার 814 জন পরীক্ষার্থী। নানান কারণের ফলে প্রায় 12 জনের পরীক্ষা বাতিল হয়েছে। এবং পরীক্ষাতে পাশ করেছেন 9 হাজার 896 জন প্রার্থী। এবার টেট এ পাশের হার এত কম থাকা সত্বেও নিয়োগে কেনো এতো বিলম্ব তা নিয়ে নানান জল্পনার সৃষ্টি হয়েছে। 

এদিকে রাজ্যের 2017 এর টেট উত্তীর্ণ পরীক্ষা প্রার্থীরা বারংবার তাদের নিয়োগের দাবিতে বিক্ষোভ গড়ে তুললেও কোনো ফল পায়নি। শেষমেষ প্রাইমারি টেট 2017 উত্তীর্ণ ঐক্যমঞ্চ এর পক্ষ থেকে কলকাতায় এপিসি ভবন থেকে প্রাইমারি পর্ষদ পর্যন্ত এক পথসভা হয়। রাজ্যে এই 2017 এর নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত হাত দেওয়া যাচ্ছে না নতুন টেট এ। অন্যদিকে 2014 এর টেট এর আইনি জটিলতা দিনের পর দিন বেড়েই চলেছে। তার ওপর আবার 2014 এর Not Included প্রার্থীদের কয়েক দিন আগে দেওয়া হয়েছে টেট পাশের সার্টিফিকেট। এ নিয়ে নতুন করে ফের জল্পনার সৃষ্টি হলো।

যাইহোক প্রাইমারি টেট 2017 এর নিয়োগ নিয়ে এখনও পর্ষদ থেকে সরাসরি কিছু বলা না হলেও বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী কিছু দিনের মধ্যেই এবং অতি শীঘ্রই রাজ্যের টেট 2017 উত্তীর্ণদের ইন্টারভিউয়ের জন্য ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। এবার হার পিছু হাঁটবে না প্রাইমারি বোর্ড। প্রথমে 2014 টেট এর সম্পূর্ণ নিষ্পত্তি ঘটিয়ে তারপরই নিয়োগ দেওয়া হবে 2017 এর সকল টেট উত্তীর্ণ প্রার্থীদের। তারপরই রাজ্যে প্রকাশ পাবে নতুন টেট 2022 এর বিজ্ঞপ্তি।

OFFICIAL WEBSITE: www.wbbpe.org


MORE JOB NEWS: CLICK HERE 

Leave a comment