কলকাতা হাই কোর্টে উচ্চমাধ্যমিক পাশে সরাসরি Group C কর্মী নিয়োগ, বেতন 32,500 | Calcutta High Court Recruitment 2022

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক বিরাট বড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) এ এবার গ্রুপ-সি নিয়োগ (Group C Recruitment 2022) ও অন্যান্য আরও কিছু পদে কর্মী নিয়োগ করা হতে চলেছে। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন, এই নিয়োগের বিজ্ঞপ্তিটি শুধু আপনারা জন্য। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে নারী কিংবা পুরুষ যেকেউ অনায়াসে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো।

Calcutta High Court Recruitment 2022

নিয়োগকারী সংস্থা:

কলকাতা হাই কোর্ট (Calcutta High Court / Kolkata High Court) এর পক্ষ থেকে এই বিরাট নিয়োগ (Kolkata High Court Recruitment) এর আয়োজন করা হয়েছে।

পদের নাম:

নানান ধরনের পদে কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে Kolkata High Court Recruitment 2022 এ। আপাতত যেসব পদে।কর্মী।নিয়োগ করা হবে – 
1. P.A. / Stenographer
2. Grade- C

শিক্ষাগত যোগ্যতা:

কলকাতা হাই কোর্ট এর এই গ্রুপ-সি নিয়োগ (Group C Recruitment 2022) এ আপনি যদি আবেদন করতে চান তবে আপনাকে যেকোনো এক স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।
সঙ্গে কম্পিউটারের যাবতীয় কিছু কাজ সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা:

আপনি যদি কলকাতা হাই কোর্ট নিয়োগ (Kolkata High Court Recruitment 2022) আবেদন করতে চান, তবে আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর এবং এখানে সর্বোচ্চ 32 বছরের প্রার্থীরা আবেদন করতে হবে।

বেতনক্রম:

কলকাতা হাই কোর্ট এ নিয়োগের পর মাসে উচ্চ বেতন দেওয়া হবে কর্মীদের। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী –
Pay Matrix Level 09 (Rs. 28,900 – 74,500) with Minimum Pay of Rs. 32,500/-
অর্থাৎ বেতন থাকবে 28,900 – 74,500 এর মধ্যে। নিয়োগের সঙ্গে সঙ্গে সব মিলিয়ে 32500 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে পারেন অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করার মাধ্যমে। এক্ষেত্রে ভালো করে আবেদনপত্র নিজের যাবতীয় নানান দিয়ে লিখে পূরণ করে তার সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিয়ে তা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন। 

প্রয়োজনীয় ডকুমেন্ট: 

যেগুলি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে –
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. উচ্চমাধ্যমিক এর মার্কশিট ও সার্টিফিকেট 
3. আঁধার অথবা ভোটার কার্ড
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো
5. কম্পিউটার সার্টিফিকেট
6. রঙিন পাসপোর্ট ফটো
7. সিগনেচার ও মোবাইল নম্বর ইত্যাদি দিতে হবে

আবেদনের সময়সীমা:

কলকাতা হাই কোর্ট নিয়োগ (Calcutta High Court Recruitment 2022) এর মূলত এই গ্রুপ-সি নিয়োগ (Group C Recruitment 2022) এ আবেদন করতে পারবেন আগামী 12/04/2022 তারিখের মধ্যে।
নিয়োগ ও আবেদন ইত্যাদি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে নিয়োগের বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন, যার লিংক নিচে দেওয়া হলো।








চাকরি ও নিয়োগ সম্পর্কিত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।

Leave a comment