ইলেকশন কমিশন অফিসে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বেতন 39,000/- টাকা | ECI Office Recruitment 2023

সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার ইলেকশন কমিশন অফিসে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজ করছেন তারা এই খবরটি পড়ে দেখতে পারেন। প্রধানত তিন ধরনের পদে নেওয়া হবে কর্মী। সঙ্গে কর্মীদের মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। বিস্তারিত বিবরন নিম্নরূপ, শীঘ্রই দেখে আপনিও করে ফেলুন আবেদন।

ECI Office Recruitment 2023
নিয়োগকারী সংস্থা: BECIL এর তরফে নিয়োগটি সংঘটিত হচ্ছে। সেক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশন তথা Election Commission of India (ECI) অফিসে কর্মীদের নিযুক্ত করা হবে।
পদের নাম: আগেই বলা হয়েছে যে, প্রধান 3 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। পদ গুলি হলো, VC Operator, Network Engineer এবং Hardware Engineer ।
শিক্ষাগত যোগ্যতা: এগুলি পদে আবেদন করতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ দক্ষতা, অভিজ্ঞতা ও জ্ঞান থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: অফিসিয়াল নোটিফিকেশনে প্রার্থীর বয়সসীমা উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হওয়ার পাশাপাশি উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী হলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: তিন ধরনের পদের ক্ষেত্রেই মাসিক বেতন সমান। সেক্ষেত্রে কর্মী পদে নিযুক্ত হওয়ায় সঙ্গে সঙ্গে মাসিক গড় বেতন 39,000/- টাকা।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
1. Advertisement No. 330 সিলেক্ট করে নিন। যত গুলি পদের জন্য আবেদন করছেন সেটি সিলেক্ট করে পদের নাম গুলি সিলেক্ট করুন
2. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
3. গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করুন
4. সবশেষে, সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন এর প্রিন্ট আউট কপি সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 27/06/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন ও অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLY ONLINE: CLICK HERE 


MORE JOB NEWS: CLICK HERE 


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment