জেলায় জেলায় উচ্চমাধ্যমিক পাশে নতুন করে ICDS সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি | West Bengal ICDS Recruitment

পশ্চিমবঙ্গে নতুন করে ICDS অঙ্গনওয়াড়িতে নিয়োগ (West Bengal ICDS Recruitment) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ যারা দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজ করছেন। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আপনারা আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হয়েছে।

West Bengal ICDS Recruitment

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যে বিভিন্ন জেলায় অবস্থিত ICDS কেন্দ্র গুলোতে নিয়োগ করা হবে।

পদের নাম: ICDS কেন্দ্রগুলোতে মূলত অঙ্গনওয়াড়ি সহায়িকা তথা Anganwadi Helper (AWH) পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 35 বছর বয়স হলে আবেদন জানাতে পারবেন।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর প্রার্থীদের ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ডাক পাবেন ইন্টারভিউয়ের জন্য।

সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় মোট 90 নম্বর রাখা হয়েছে এবং ইন্টারভিউয়ে 10 নম্বর। সবার শেষে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যাচাই ও বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে দেওয়া লিংক থেকে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করুন।

নিজের যাবতীয় তথ্য যেমন, নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে এটি পূরণ করুন।

নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে দিন। সঙ্গে একটি সিগনেচার করবেন ফর্মের মধ্যে।

সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনের সময়সীমা: ইতিমধ্যে রাজ্যের কিছু জেলায় জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। কিছু জেলায় আগামী 06/12/2023 তারিখ এবং কিছু জেলায় আগামী 08/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links
Official Notification/ Application FormLink1 Link2
Official WebsiteLink1 Link2

Leave a comment