26,000 শূন্যপদে এসএসসিতে মাধ্যমিক পাশে সুবিশাল নিয়োগ, বেতন 21,700/- টাকা | SSC 10 Pass Recruitment 2023

এসএসসির তরফে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় জারি হয়েছে সুবিশাল নিয়োগ (SSC 10 Pass Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। রাজ্য তথা জেলার সকল চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুখবর যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন। এখানে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী এবং রয়েছে অঢেল পরিমাণ শূন্যপদ। আসুন তবে আর দেরি না করে জেনে নিই নিয়োগের বিস্তারিত বিবরণ।

SSC 10 Pass Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় নিয়োগকারী সংস্থা এসএসসি (SSC) তথা স্টাফ সিলেকশন কমিশন এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পদের নাম: মূলত কনস্টেবল জিডি পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ রয়েছে যেখানে প্রচুর শূন্যপদে নেওয়া হবে কর্মী।

পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ: মোট 26,146 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নিচে পদ অনুযায়ী শূন্যপদের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

BSF – 6174

CISF – 11025

CRPF – 3337

SSB – 635

ITBP – 3189

AR – 1490

SSF – 296

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে আবেদন জানানোর জন্য।

প্রার্থীর বয়সসীমা: 18-23 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।

মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 21,700/- টাকা। এই বেতন সর্বোচ্চ 69,100/- টাকা হতে পারে।

আবেদন পদ্ধতি: এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন করুন।

1. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে।

2. এছাড়াও নিজের নাম, পদের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।

3. গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট এর পাশাপাশি নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করুন।

4. সবার শেষে অ্যাপ্লিকেশন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।

অ্যাপ্লিকেশন ফি: আবেদন ফি তথা অ্যাপ্লিকেশন ফি বাবদ 100/- টাকা দিতে হবে। মহিলা প্রার্থী এবং SC/ST/ESM প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না।

আবেদনের সময়সীমা: আগামী 31/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন ও অন্যান্য লিংক দেওয়া হয়েছে।

Important Links
Official NotificationClick Here
Official Website/ Apply OnlineClick Here

Leave a comment