WBSSC দ্বারা 14 হাজার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ, 2017 TET এর নিয়োগ শেষে রাজ্যে Primary TET 2022 | wbbpe.org.pl

এ মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের শিক্ষক পদের চাকরি প্রার্থীদের জন্য। অবশেষে কাটতে চলেছে উচ্চ প্রাথমিক (Upper Primary) নিয়োগের জট। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) পক্ষ থেকে রাজ্যে উচ্চ প্রাথমিক তথা আপার প্রাইমারি নিয়োগ নিয়ে বিরাট সিদ্বান্ত নেওয়া হলো। আগামী কয়েকদিনের মধ্যেই ফের ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে শিক্ষক নিয়োগে গতি আনা হবে বলে জানানো হয়েছে SSC এর পক্ষ থেকে। 

WBSSC Primary TET Recruitment

শিক্ষক নিয়োগের হিসাব নিয়ে আগামী সাত দিনের মধ্যে এসএসসি এর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের উচ্চ আদালত (High Court) এ হিসাব দেবে WBSSC এবং জানাবে যে কত জন চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিয়েছে তারা এবং সঙ্গে কতজনের অভিযোগের নিষ্পত্তি ঘটেছে। বিশেষ সূত্র মারফত পাওয়া হিসাব অনুযায়ী 17 হাজারের বেশি চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি ঘটানো হয়েছে এবং শিক্ষক নিয়োগে বিশেষ গতি আনা হয়েছে। 
উল্লেখ্য, সুদীর্ঘ আট বছর পর রাজ্যে অভিশাপ থেকে মুক্ত হতে চলেছে উচ্চ প্রাথমিক এর নিয়োগ। অভিযোগের নিষ্পত্তি হওয়ার কয়েক সংখ্যক চাকরিপ্রার্থীদের ফের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য এবং করা হবে নিয়োগ। বর্তমানে হিসাব অনুযায়ী রাজ্যে প্রায় 14 হাজার শূন্যপদ রয়েছে যেটা জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশন (West Bengal School Service Commission) তথা SSC এর পক্ষ থেকে। 
এদিকে রাজ্যে থমকে রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। রাজ্যে দীর্ঘ 3 মাস হওয়ার পথে প্রকাশ পেয়েছে Primary TET 2017 এর ফলাফল তবুও নিয়োগ নিয়ে কোনো মাথা ব্যথা নেই রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এর। অন্যদিকে অতি শীঘ্রই আবার নতুন টেট (Primary TET 2022 Notification) এর বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানাচ্ছে অনেক টেট পরীক্ষার্থী। 
বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী রাজ্যে এখন শিক্ষক নিয়োগ (WB Teacher Recruitment 2022) নিয়ে কাজ চলেছে। শিক্ষা পর্ষদ আর কয়দিনের মধ্যে রাজ্যে নিতে চলেছে 2017 এর প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ দের ইন্টারভিউ প্রক্রিয়া। এবং আগামী এক দেড় মাসের মধ্যেই এ নিয়ে নোটিফিকেশন জারি হবে। এক কথায় কোনো শূন্যপদ ফেলে রাখতে নারাজ শিক্ষা বোর্ড। সঙ্গে তাদের দেওয়া কথা অনুযায়ী কয়েক দিনের মধ্যেই রাজ্যে নতুন টেট (Primary TET 2022) এর বিজ্ঞপ্তি বেরোবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।
OFFICIAL WEBSITE:
PRIMARY TET: wbbpe.org.pl
ভবিষ্যতে চাকরি ও নিয়োগের নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।

Leave a comment