রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক | WBMDFC Recruitment 2023

পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে নতুন কর্মী নিয়োগ (WBMDFC Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে আপনি কি দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? এবং ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন আপনি। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন জানাতে পারবেন। এবং কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে।

WBMDFC Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর তথা West Bengal Minorities’ Development & Finance Corporation (WBMDFC) এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

পদের নাম: রাজ্যে WBMDFC এর এই নিয়োগের মধ্য দিয়ে রিকভারি এজেন্ট (Recovery Agent) পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সাধারণ কম্পিউটার কাজের জ্ঞান থাকা দরকার।

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 20 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই ও বাছাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া লিংক থেকে বায়ো ডেটা ফরম্যাট ডাউনলোড করে বের করে নিন।

নিজের গুরুত্বপূর্ণ সকল প্রকার তথ্য দিয়ে এই আবেদনপত্র তথা বায়ো ডেটা ফরম্যাট ভালো করে পূরণ করুন।

সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি তথ্য দেবেন।

সবার শেষে নিজের একটি সিগনেচার করুন ফর্মে। যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা একেবারে ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে অর্থাৎ, ইন্টারভিউয়ের দিন যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,

1. নিজের সকল প্রকার তথ্য দিয়ে পূরণ করা বায়ো ডেটা (Bio Data) ফরম্যাট 

2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট (অরিজিনাল ও জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড কপি)

3. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট/ সার্টিফিকেট কিংবা অন্য কোনো ডকুমেন্ট যেখানে জন্মতারিখ তথা বয়স উল্লেখ থাকবে

4. অরিজিনাল ফটো আইডেন্টিটি কার্ড হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড (অরিজিনাল কপি সঙ্গে জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড কপি)

5. দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো 

ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 28/11/2023 তারিখে সকাল 11 টার দিকে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে।

ইন্টারভিউয়ের স্থান: Amber, WBMDFC HQ, DD- 27/E Salt Lake, Kolkata-700064 

নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত বিবরণ জেনে নিন।

Important Links
Official Notification/ Bio Data FormatClick Here
Official WebsiteClick Here

Leave a comment