উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় নিয়োগ, বেতন 56,000/- টাকা | IAF Recruitment 2023

  ভারতীয় বায়ুসেনায় তথা ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগ (IAF Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা যারা ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে এবং অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সব থেকে বড় কথা হলো আপনারা ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

IAF Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: ভারতীয় বায়ুসেনা তথা ইন্ডিয়ান এয়ার ফোর্স (Indian Air Force) অর্থাৎ IAF এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

পদের নাম: ইন্ডিয়ান এয়ার ফোর্স তথা IAF এর এই নিয়োগের মধ্য দিয়ে তিনটি পদ তথা ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হবে। যথা,

1. ফ্লাইং ব্র্যাঞ্চ

2. গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল)

3. গ্রাউন্ড ডিউটি (নন – টেকনিক্যাল)

মোট শূন্যপদ: এখানে বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 317 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। উচ্চতর পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ করে থাকতে হবে। পদ অনুযায়ী বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 20 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 26 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 56,100/- টাকা থেকে শুরু হচ্ছে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত আবেদন পদ্ধতি নিম্নরূপ।

1. নিচে প্রদত্ত নিয়োগের অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।

2. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

3. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করুন।

4. অনলাইন ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।

5. গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করে দিন।

6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

আবেদনের সময়সীমা: আগামী 01/12/2023 তারিখ থেকে 30/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links
Official NotificationClick Here
Official WebsiteClick Here
Apply OnlineClick Here

Leave a comment