পশ্চিমবঙ্গে VLE পদে কর্মী নিয়োগ (WB VLE Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যে জেলা লেভেলে BDO অফিসের তরফে নেওয়া হবে কর্মী। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আপনারা চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাই আপনারা যারা চাকরিপ্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলো, জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা লেভেলে BDO অফিসের তরফে গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে কর্মী।
পদের নাম: এই নিয়োগের মধ্য দিয়ে VLE তথা Village Level Entrepreneur অর্থাৎ গ্রাম পর্যায়ের উদ্যোক্তা পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়স হলে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন।
2. নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্মতারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করুন।
3. ফর্মের ওপরে ডানদিকে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। নিচে ডানদিকে নিজের একটি সিগনেচার করুন।
4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: মোট 100 নম্বর থাকবে। তার মধ্যে 50 নম্বর থাকবে লিখিত পরীক্ষায়। কম্পিউটার টেস্ট এর ওপর 40 নম্বর এবং 10 নম্বর থাকবে ইন্টারভিউয়ের ওপর।
আবেদনের সময়সীমা: আগামী 05/12/2023 তারিখ থেকে 11/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন। এখানেই নিয়োগের আবেদনপত্র এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।
Important Links
Official Notification/ Application Form | Click Here |
Official Website | Click Here |