পশ্চিমবঙ্গে বন্দরে স্বাস্থ্য কর্মী নিয়োগ (WB Port Health Staff Recruitment) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে আপনারা দীর্ঘদিন ধরে যদি ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন তবে এটি আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। যেকোনো প্রান্ত থেকে অতি সহজেই আবেদন জানাতে পারবেন। সব থেকে বড় কথা হলো, প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিযুক্ত করা হবে।

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর (SYAMA PRASAD MOOKERJEE PORT, KOLKATA) এর তরফে মূলত MEDICAL DEPARTMENT -এ কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: স্বাস্থ্য কর্মী পদে নেওয়া হবে কর্মী। বিশেষ করে নার্স পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত সংস্থা তথা ক্ষেত্র থেকে GNM কিংবা বিএসসি অথবা এমএসসি নার্সিং করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 01/12/2023 এর হিসাব অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা 50 বছর রয়েছে। এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারেন।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 35,000/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।
নিয়োগ প্রক্রিয়া: কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র ফরম্যাট তথা সিভি বানিয়ে ফেলুন।
সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একেবারে ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 19/12/2023 এবং 20/12/2023 তারিখ ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সময় সকাল 10 টা থেকে দুপুর 1 টা।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |