পশ্চিমবঙ্গে টি বোর্ডে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, বেতন 17,000/- টাকা | WB Tea Board Recruitment 2023

পশ্চিমবঙ্গে টি বোর্ডের তরফে কর্মী নিয়োগ (WB Tea Board Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। সবথেকে বড় কথা হলো, প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।

WB Tea Board Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: টি বোর্ড ইন্ডিয়া (Tea Board India) এর তরফে পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম: টি বোর্ড ইন্ডিয়ার নিয়োগের মধ্য দিয়ে ট্রেনী অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: 30/11/2023 এর হিসাব অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।

মাসিক বেতন: উল্লিখিত পদে নিযুক্ত হওয়ার পর কর্মী পিছু মাসিক গড় বেতন 17,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না। আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে পারবেন।

1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করে নিন।

2. নিজের নাম, অভিভাবকের নাম, ক্যাটাগরি, জন্মতারিখ, বয়স, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।

3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন নিজের।

4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নিয়ে একেবারে ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ কেন্দ্রে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ: আগামী 01/12/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। নিচে ইন্টারভিউয়ের ঠিকানা দেওয়া হয়েছে।

ইন্টারভিউয়ের ঠিকানা: Quality Control Laboratory (QCL), Tea Board India, Tea Park, Bhola More, behind NJP Rly. Stn, Siliguri-735135

Important Links
Official Notification/ ApplicationClick Here
Official WebsiteClick Here

Leave a comment