ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, বেতন 17,000/- | WB Krishi Viswavidyalaya Recruitment

পশ্চিমবঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ (WB Krishi Viswavidyalaya Recruitment) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তারা একদম সঠিক জায়গায় এসেছেন। সবথেকে বড় কথা হলো, কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে।

WB Krishi Viswavidyalaya Recruitment

পদের নাম: রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগের মধ্য দিয়ে Facilitator পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: বয়সসীমা সেভাবে উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হওয়ার পাশাপাশি উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী হলেই আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 17,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই ও বাছাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে পারবেন।

1. নিজের যাবতীয় তথ্য বায়ো ডেটা তথা আবেদনপত্র ফরম্যাট বানিয়ে ফেলুন।

2. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।

3. অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করবেন।

4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা একেবারে ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 05 ডিসেম্বর, 2023 তারিখে সকাল 11 টাই ইন্টারভিউ সংঘটিত হচ্ছে।

ইন্টারভিউয়ের স্থান: Office of the Director of Extension Education (ATIC Building), Uttar Banga Krishi Viswavidyalaya, Pundibari, Cooch Behar, West Bengal, Pin- 736165

Important Links
Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a comment