পশ্চিমবঙ্গে মোট 7 টি রেল ডিভিশনে নিয়োগ করা হবে (WB Railway Recruitment 2023)। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত নিয়োগের সুখবর। অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন। তারা এখানে অনায়াসে অংশগ্রহণ করতে পারেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: ইস্টার্ন রেলওয়ে এর তত্ত্বাবধানে জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর তরফে রাজ্যে মোট 7 টি রেল ডিভিশন এ এই নিয়োগ সম্পন্ন হবে।
মোট শূন্যপদ: অঢেল পরিমাণ শূন্যপদে নিয়োগ করা হবে। আপাতত সব মিলিয়ে 3115 টি শূন্যপদ রয়েছে। সেক্ষেত্রে নিচে ডিভিশন তথা বিভাগ অনুযায়ী শূন্যপদের হিসাব দেওয়া হয়েছে।
বিভাগ (Division) | শূন্যপদ |
---|---|
হাওড়া বিভাগ | 659 |
লিলুয়াহ বিভাগ | 612 |
শিয়ালদহ বিভাগ | 440 |
কাঁচরাপাড়া ওয়ার্কশপ | 187 |
মালদা বিভাগ | 138 |
আসানসোল বিভাগ | 412 |
জামালপুর ওয়ার্কশপ | 667 |
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: 15-24 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের, OBC প্রার্থীদের বয়সে 3 বছর এর ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। নিম্নে প্রদত্ত নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংক ভিজিট করুন।
- নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নেবেন।
- নিজের যাবতীয় তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
- সবশেষ যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদনের কাজ সম্পন্ন করুন।
আবেদন ফি: আবেদন করতে 100/- টাকা আবেদন ফি বাবদ জমা করতে হবে। যাইহোক, SC/ST/PwBD এবং মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দিতে হবেনা।
আবেদনের সময়সীমা: আগামী 27/09/2023 তারিখ থেকে 26/10/2023 তারিখ পর্যন্ত আবেদনের কাজ চলবে।
নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |