20,000/- বেতনে 12th পাশে স্বাস্থ্য-পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ | WB Health Family Welfare Samiti Job

পশ্চিমবঙ্গে জেলা স্বাস্থ্য-পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী চাকরির (WB Health Family Welfare Samiti Job) বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে যেসকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন এবং স্বাস্থ্য দপ্তরের চাকরিতে আগ্রহী তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তবে আর দেরি কীসের? চলুন জেনে নিই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।

WB Health Family Welfare Samiti Job

নিয়োগকারী সংস্থা: স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যে জেলা লেভেলে জেলা-স্বাস্থ্য পরিবার সমিতির তরফে কর্মী নিয়োগ (WB Health Family Welfare Samiti Job) করা হবে।

পদের নাম: স্বাস্থ্য বিভাগের এই নিয়োগে প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা, কাউন্সিলর এবং অফথালমিক অ্যাসিস্ট্যান্ট। নিচে পদ অনুযায়ী বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

পদ – অফথালমিক অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 18,000/- টাকা থাকবে।

পদ – কাউন্সিলর

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সোশ্যাল সাইন্স এর ওপর স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 21 বছর। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।

মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 20,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

  • অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।
  • অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে অবশ্যই নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
  • নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার অন্যান্য সংশ্লিষ্ট ডকুমেন্ট এক এক করে আপলোড করে দিন।
  • সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

আবেদনের সময়সীমা: আগামী 30/09/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।

Important Links
Official NotificationClick Here 
Official WebsiteClick Here 

Leave a comment