পশ্চিমবঙ্গে ভূমি দপ্তরে মাধ্যমিক পাশে গ্রুপ সি কর্মী নিয়োগ | WB Land Department Recruitment 2023

পশ্চিমবঙ্গে ভূমি দপ্তরে জারি হয়েছে কর্মী নিয়োগ (WB Land Department Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে আপনারা করা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। মূলত গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হবে কর্মী। সবথেকে বড় কথা হলো, কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে।

WB Land Department Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে জেলা লেভেলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর তথা Land and Land Reforms বিভাগে নেওয়া হবে কর্মী।

পদের নাম: ভূমি দপ্তরের এই নিয়োগে গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আমিন পদে নেওয়া হবে কর্মী।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: 01/11/2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 64 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।

মাসিক বেতন: মোটামুটি ভালো অঙ্কের টাকা বেতন হিসাবে দেওয়া হবে। সেক্ষেত্রে নিয়োগের পর পর মাসিক বেতন 10,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না। আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডেকে সেখানে যাচাই ও বাছাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট তথা আবেদন করুন অফলাইনের মাধ্যমে।

1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন।

2. নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলুন।

3. এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, কন্টাক্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, বয়স ইত্যাদি বিভিন্ন তথ্য দেবেন।

4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন ফর্মে। সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করুন।

5. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একেবারে ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ: আগামী 02/11/2023 তারিখে সকাল সাড়ে 11 টার সময় ইন্টারভিউ সংঘটিত হবে।

Important Links
Official Notification/ Application FormClick Here
Official WebsiteClick Here

Leave a comment